![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মাটি প্রিয় ভাত প্রিয় মা
প্রিয় গোলাপে কাছে চুমু চাই ।
এজনমে বিভাস ও ক্রিষ্ট বেদনা
আমার বুক আর প্রিয় ভাই
প্রিয় বোন আপনজন পর ও পবন
তোমাদের কাছে চুমু চাই ।
ঘাট ও ফসলের মাঠ গরীব বিলাপ
নদী ও বাড়ির মেটো উঠোনের শিশু
পথে পথে যিশু
তোমরা আমায় চুমু দাও ।
বাউলানীর একতারা
পাতা কুড়ুনী মেয়েটা
কোলের বালিশ আদুরে পাখি
তুমি আমায় চুমো দাও ।
বিনাশ ও গোপন নগর
বটেশ্বর পাহাড়পুর শালবনবিহার
আঁধার গোর ও শ্মশান
জোনাকীর আলো প্রাণ
ঢেকিছাঁটা বুনো ধান
ঘরগেরস্থি এমন আমার ছুঁতে চায়
আসমান
একদল ডাহুক পাখি শামকাইল
একঝাঁক কবুতর
তোমরা আমায় চুমু দাও ।
প্রাণের বাঁধন যায় রে উড়ে যায়
তাকে আমি মোটেই থামাই নাই ।
©somewhere in net ltd.