![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ভাদ্র পূর্ণিমার রাতে তুমি
ইষ্টিশানে লোক পাঠালে ধনসা
সেই নাচের রাতে তুমি
ইষ্টিশানের বাবুকে ডাকিলা ধনসা
তুমি মাঝিদের বলেছিলে কী ধনসা ?
হে এ এ ধনসা মাতি
তুমি শান্তির কথা কহ
তোমার জীবন জানে শক্তিহীন হলে
শক্তি আগে যোগাড় করতে হয়
শাল গাছে পাতা বাড়াতে হয়
পৌষের পূর্ণিমায় সম্পর্ক বাড়াতে হয়
অনেক যুবক তৈরি করতে হয়
তুমিই জেনেছিলে ধনসা
হে ধনসা , তুমি শান্তির কথা কহ ।
সাঁতালুর ভুল কাজে সাঁতালু
গাঁ হারাবে , পা হারাবে ,
তোমার বিপক্ষে দিকু
সরকার চাহে শান্তি
তুমি শান্তির কথা ভেবেছিলে ধনসা হে
তুমি জাইতের কথা কহ ।
সেই নাচের রাতে শিবানীকে তুমি
শান্তি দিয়ে পরাজিত করেছিলে ।
হে হে হে ভগবান ধনসা
তুমি সর্বজ্ঞানী , সাঁতালুর ত্রাতা ।
তুমি মিলনের কথা কহ ।
তুমিই জানতে ধনসা , একটা সময়ে
কষ্টের কথা বুকে সইতে না পেরে
কিভাবে পিঠ পেতে সয়ে যেতে হয় ।
তিরিশ বছর বুকের কষ্ট
তুমি পিঠে নিয়েছিলে হে ধনসা
তুমি মাঝিদের নির্দোষ সরিয়ে দিয়ে
আপন চোখে শিবনীর হঠকারী
শিশুবলী দেখেছিলে ভাদরে এ এ পূর্ণিমায়।
তুমি সন্মানের কথা কহ ।
তবুও তুমি সাঁতালুকে থুয়েছিলে
দোষের বাহিরে ।
তাই তুমি একদিন ভগবান হয়েছিলে
পৌষের মেলাতে হে এ এ ধনসা ।
তুমি শান্তির কথা কহ ।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৬
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা।