![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষণ্ণ এক গীরিখাদ
পরিব্রাজকহীন একাকী
পরিত্যান্ত পথে জীবন চরে না ।
আত্মায় গোলাপ কাঁদে
রক্তপূঁজ ও ভাংগা জলে
মানুষের এই জন্ম বৃথা যায়
এই জন্ম বৃথা যায় বৃথা যায়
পরম্পরায় আসা কচুরীপানা ফুলের
নীল হলুদ বেগুনি দৃষ্টিপাত
অথবা নিরেট পদ্মপাতা
পৃথিবীর পরীক্ষার খাতায়
কিছুই লিখে নি
মানুষে বিশ্বাস অবিশ্বাসী
এই আত্মধামে
কিছু নেই ।
আর কিছু নেই ।
কলহহীন আত্মিক আরাধনা
পানের পুঞ্জিতে একলা ডাহুক
বিমল বাতাসে রহ
পবিত্র এবং সদা স্নাত
বরজের ভেতরে
কহ , শান্ত শান্তি ওরে
ঈশান কোনের মেঘ
বেহুদা বাতাস
ফেটে উড়ে যা
এখানে কাটা বাঁশের আগায়
মাছরাঙ্গা আছে
আবীর ও সিঁদুরহীন বিবাহ বিলাপে ।
বিনিদ্র রাত একাকী অফলা হয় না রে
এ জীবন ফেলে দেবারও নয়
মাতাদুগ্ধ মাতা স্নেহ অন্নপ্রাশনে
ধোয়া তার মুখ
কিভাবে ফেরাবে সে মুখ
মানুষের দিক থেকে ?
নদীদের দিক থেকে ?
এক নিরব বিররে চিরকাল
ছিলো ও আছে আজো
আনন্দহীন আত্মজ বিভাসে
অবষন্ন নয় , পরিত্যাক্ত মৃতপাত্র
পুরাতন স্মৃতিময় কড়ি ও একাত্তর
একদা দেখেছিলো অদ্ভুত
প্রত্যহ দেখেছিলো
শিউলী ফোটা ভোর ।
বিনয়ী
অজর নয়
যাবে ।
আঁচলের তলা দিয়ে ছায়ার মতো
হেঁটে যাবে
বিলয় পতিতে ।
তবু একদিন মনে রবে
মুক্তিযুদ্ধ হয়েছিলো এইদেশে
রক্তাক্ত মুক্তযুদ্ধ ফের যদি হয়
ডাক দেবে তাকে ।
অলোক , তোমার এ হাতে
আমি কেটে ফেলবো
যেহাতে তুমি রোজ রোজ
ধ্যানের ফল চুরি করো ।
তুমি সাধনের পথ ছেড়ে
এ কোথায় এলে ?
পতিত জঞ্জাল হতে
সুখাদ্যের কতোক্ষণ লাগে ?
আমার আলো
তোমাকে দেবে না কিছু
যদি তোমার দাহ না থাকে
পথ দেখাবার পথিক তুমি নও
তুমি রাতের আঁধারে
রক্তখোর ঝুলন্ত বাদুর ।
©somewhere in net ltd.