![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেজা চুল থেকে জলের ফোটা
কাঁধ বেয়ে চুয়ে চুয়ে ধীরে ধীরে
নামতে নামতে পানের বোঁটায়
এখন বিন্দু হয়ে টুপ করে
ঝরে পড়ার ঠিক আগে . . .. .
বৃষ্টির কিছু পরে
কাপড় শুকানো দড়িতে , তারে
চুয়ে চুয়ে ধীরে ধীরে আসছে
যেমন
ঢেকে রাখা ঘাসরঙা দুর্বায়
একটা ফোটা শিশিরে সূর্যালোক
আহা , মায়া আর আরতি
অবনত শির
চোখে ঠান্ডা শিশিরের জল
আত্মায় পূঁজোর প্রসূণ...........
আমি ইবাদতে আছি ।
©somewhere in net ltd.