![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি যতটা ব্যথিত,ঠিক ততটাই আনন্দিত। আমি আনন্দিত এ কারনেই,আমার ভালোবাসার মানুষ আমাকে কখনই মন থেকে ভালোবাসেনি।যদি মন থেকে ভালোবাসতো সে কখনোই আমাকে ছেড়ে চলে যেত না,যত বাধা থাকুক না কেন। আর যে মন থেকে ভালোবাসতে পারে না,সে কাউকে সুখিও করতে পারে না।সেও আমাকে সুখি করতে পারত না। সে চলে গিয়ে একটা সুযোগ আমাকে করে দিয়েছে,একটি সঠিক সুখ খুজে পাওয়ার জন্য। তাই আজ আনন্দিত। আমি ব্যথিত এ কারনেই,সে সত্যিকার সুখ ও ভালোবাসা কি সে এখনো চিনতে পারেনি। আগামীতেও চিনতে পারবে না,তাই এ না চিনার কারনে সে খুব কষ্ট পাবে। এই ভেবে আজ কষ্ট হচ্ছে,তার এক বিন্দু কষ্ট আমাকে হাজার বিন্দু কষ্ট দেয়।
©somewhere in net ltd.