নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের আধার

কম্পমান

আমি কেউ নই, নেই কোন পরিচয়। পরিচয় একটাই আ্মি মানুষ।।

কম্পমান › বিস্তারিত পোস্টঃ

তুমি তুমি তুমি

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫১

তোমাকে একটা চিঠি লিখতে ইচ্ছে হয, যেই চিঠিটার ঠিকানা হবে আকাশ। যে চিঠি পরে তুমি জানতে পারবে আমি ভালো আছি। কার কাছে কোন দিন কিছু চাইনি শুধু তুমি ছাড়া, তোমার কাছে ছিল আমার যত ন্যায় অন্যায় আবদার। যা শুধুমাত্র তুমিই পূরণ করেছিলে।

জানি অনেক বাজে বকছি। তোমার সাথেই যত বকবক করতে পারতাম। এখন অন্য কারও সাথে এত কথা বলতে পারি না। একটু বলেই চুপ করে যেতে হয়, কথা খুজে পাই না।

তোমার জন্য চিঠিটা লিখতে গিয়ে বার বার থেমে যাই, কি দিয়ে শুরু করবো আসলে বুজতে পারি না।

আচ্ছা তুমি কি এখনও বৃষ্টিতে ভিজ ? এখনও কি পূর্ণিমার চাঁদটা দেখ বারান্দার গ্রিল এ মাথা ঠেকিয়ে ?

জানি হয়তো অনেক অভিমান জমা হয়ে আছে তোমার। হয়তো ঘৃণাও থাকতে পারে ঐ অভিমানের ভাজে ভাজে। কিন্তু জেনে রেখ আমার হৃদয়েও আছে কষ্টের দাগ। তোমার মতো আমিও দাগ গুলো ঢেকে রাখতে শিখছি। তুমি যাওয়ার আগে কখনো বুজতেই পারিনি আদরেরও ক্ষত হয়। আমার আদরের ক্ষত গুলো আমি পুষে রাখব। মাঝে মাঝে ক্ষত গুলো দেখব, আর ভাবব কোন এক সোনালি সময়ে আমারও ছিল একটা ভালবাসার পাখী।

আমি চাই না আমার দেওয়া ক্ষত গুলো তুমি বয়ে বেড়াও। তবে সময় নামের ঔষধ আমাদের এই ক্ষত গুলো একদিন মুছে দিবে। কিন্তু মুছতে পারবে না তোমার আমার মাঝখানের ঐ ভালোবাসাটা কে।

শেষ একটা কথা বলি, যখনি তোমার ক্ষতগুলো কষ্ট দিবে তখনি জেন আমি তোমাকে প্রতিনিয়ত বলছি ..................

''তুমি আছো বলে তারা নিভে জ্বলে , সাগরেতে নদী খোঁজে মোহনা

তুমি আছো বলে বাঁচি , পৃথিবীতে আমি আছি

তুমি অন্য কারো হতে পারনা ........................"

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

এম.এ.জি তালুকদার বলেছেন: ব্লগে প্রবেশ না করলে বুঝতে পারতাম না, সন্তানেরা ভালবাসার খেলায় মেতে কিভাবে পরিবার ও পিতা-মাতার হৃদয়কে আজ ভেঙ্গে দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.