নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাতের আধার

কম্পমান

আমি কেউ নই, নেই কোন পরিচয়। পরিচয় একটাই আ্মি মানুষ।।

কম্পমান › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মানুষ

২৪ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৮

প্রিয় মানুষটির সাথে চিরতরে সম্পর্ক

শেষ হয়ে যাবার পরেও যতক্ষননা মানুষের অবচেতন মন থেকে সেই

মানুষটিকে ভুলতে পারে ততক্ষণ পর্যন্ত

মানুষ নিরবে নিবৃতে সেই

মানুষটিকে ভালোবেসে যায়,

এবং সেটা তার নিজের মনের

অজান্তেই।

কারণ সে তার প্রিয় সেই মানুষটির

সাথে কাটানো অতীতের সব প্রিয়

মুহূর্তগুলো সহজে ভুলতে পারেনা।

না চাইলেও অবচেতন

মনে স্মৃতিগুলো এসে ভীর করে।

মনটা তখন বিষণ্ণ ও ভারাক্রান্ত

হয়ে যায়।

উপলব্ধি করতে পারে হারিয়ে যাওয়া সেই

মানুষটি তার জীবনে কতটা শূন্যতার

সৃষ্টি করে দিয়ে গেছে। নিজের

মনের অজান্তেই তখন মনটা তার

নিরবে ডুকরে কাঁদে। বড়ই কষ্টের সেই

কান্না, কেউ দেখেনা, কেউ বুঝেও

না।

এমনকি সে নিজেও জানেনা এই

কান্না কি সেই মানুষটির জন্য

নাকি তার জীবন থেকে মূল্যবান কিছু

সময় হারিয়ে যাবার জন্য।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:৩১

দুঃখী__ বন্ধু বলেছেন: ভাল লাগলো। কথা গুলো সত্যি।

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩

কম্পমান বলেছেন: Thanks for inspiration

২| ২৪ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর সত্য কথা ভাল লাগল

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩

কম্পমান বলেছেন: Thanks for inspiration

৩| ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৭

এম এম কামাল ৭৭ বলেছেন: আসলে সত্যিই জানা যায় না কেন মন থেকে ভুলা যায় না। প্রতি মুহুর্তেই তো সে সাথে থাকে, কল্পনায় কথা বলে।

২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩

কম্পমান বলেছেন: Thanks for inspiration

৪| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৯

সািহদা বলেছেন: সে তার প্রিয় সেই মানুষটির
সাথে কাটানো অতীতের সব প্রিয়
মুহূর্তগুলো সহজে ভুলতে পারেনা।


সুন্দর সত্য কথা ঠিক যেন আমার সাথে মিলে গেল ।
ভাল লাগল ।

২৫ শে জুন, ২০১৪ বিকাল ৪:০২

কম্পমান বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.