![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা বা হাসিনা নাম শুনলেই মনটা ঘিনঘিনিয়ে ওঠে। তারা এখন রাজনীতিই করে নিজের জন্যে। তবে মন্দের ভাল হাসিনা। কিন্তু তিনি বেশি কাটা বিদ্ধ তার আশপাশের মানুষদের জন্যে । স্বরাস্ট্রমন্ত্রী হেমায়েতপুরীর রুগী। আর বাঘা বাঘা চোর। কিচ্ছু করার নেই।
অন্যদিকে থাকল আমাদের চাচা। উনি আবার চির যুবক। তার দৃষ্টি এখনও হরিন শিকারী বাঘের মত জ্বল জ্বল করে। তবে শুধু রসবতীদের দেখলে। তবে ওনার চিন্তা বা দূরদর্শিতা কিন্তু খারাপ না। অন্তত ঐ দুই জনের চেয়ে ভাল।
ছাত্ররা বা যুব .. দল/লীগ, এরা নিজেরা অপরাধ করে। আর সেটি ঢাকার জন্যে বা নিজের স্বার্থোদ্ধারের জন্যে রাজনীতির আশ্রয় নেয়। যদি এই দুই নেত্রীর কেউ একজন আবার নির্বাচনে জয়ী হয়, তবে এই কোন্দল দিনের পর দিন বছরের পর বছর চলতেই থাকবে। উপাই নেই যদি এদের দু'জনকে এক সঙ্গে পরাজিত না করা যায়। আইনের শাষন কখনই প্রতিষ্ঠিত হবে না।
এখন চাচা সাহেব কে যে ভোট দেয়া বুদ্ধিমানের কাজ হবে তাও না। এখন আমাদের রাজনীতিতে নতুন মুখও নেই। আবার সংখ্যাগরিষ্ট ভোটাররা রাজনীতিকভাবে বা নৈতিকভাবে অপরাধী। তাই চাচার পক্ষে নির্বাচন জেতাও সম্ভব না।
তবে আমি মনে প্রাণেও চাই না, কোন ধর্মভিত্তিক দল আসুক। তারা সময়কে পেছনে টেনে ধরতে চায়। আবার নিজেরা যা মানে না, অন্যেকে তা মানাতে চায়। আমার কাছে তারা সুবিধাবাদী, ধর্মব্যবসায়ী।
যাই হোক, সে দিকে গিয়ে অন্যদিকে আসি। যদি ইউনুস সাহেব কোন ক্রমে রাজনীতিতে আসে, অন্তত আমার ভোটটা তিনি পাবেন। যদিও ৯৫% সম্ভাবনা রয়েছে আমেরিকান আগ্রসন প্রতিষ্ঠিত হবার। তারপরেও এখন যে অবস্থা, তাতে বাংলাদেশ সরকারকে পেছন থেকে ওবামা ঠেলা দিচ্ছে সবার আড়ালে। সেটা যদি প্রকাশ্য হয় তবে একটু বেশি খারাপ লাগবে। কিন্তু এক দিক দিয়ে সুবিধা হবে হয়ত। ইউনুসের নাম যশের খাতিরে অনেক বিদেশি কম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ দেখাবে। আর্ন্তজাতিক সুবিধা সহজপ্রাপ্তি হবে। না চাইলেও দেশ এগিয়ে যাবে। অন্তত রাজনীতিক শক্তির পরাশ্রয়ী যুবক সমাজ অপরাধ করার আগে দুবার ভাববে।
কিন্তু সবকিছু ছকে বাধা হয় না। চিন্তা আর বাস্তবতা সমান্তরাল পথে বাংলাদেশে চলে না।
কেউ কি আমার মত করে ভাবছেন?
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
খাটাস বলেছেন: সুন্দর মজা করে লিখেছেন, বেশ কিছু জায়গায় সহমত পোষণ করছি। আপনার এই পোস্ট আপনার ভেতরের সুন্দর মানসিকতা প্রকাশ করেছে, তাই পোস্টে প্লাস। ( যদি ও মুখে দিলাম, বাটনে হয় না)
অনেক ভাল থাকবেন, ভায়া / আপু।
শুভ কামনা।
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
যাফর বলেছেন: সহমত,"কেউ কি আমার মত করে ভাবছেন?" হা, আমারও ভাবনা আপনার কাছাকাছি। ধন্যা পাতা।
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
রায়হান চৌঃ বলেছেন: জি.... সত্তি বলছি.....
খালেদা বা হাসিনা নাম শুনা মাত্রই মনটা পুরো ঘিনঘিনিয়ে ওঠে। মনে হয় এখনি বমি হবে.... মনে হয় কোনো নর্দমায় ডুবে যাচ্ছি.....
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ভোলা বাবা বলেছেন: রায়হান চৌঃ বলেছেন: জি.... সত্তি বলছি.....
খালেদা বা হাসিনা নাম শুনা মাত্রই মনটা পুরো ঘিনঘিনিয়ে ওঠে। মনে হয় এখনি বমি হবে.... মনে হয় কোনো নর্দমায় ডুবে যাচ্ছি.....
যাফর বলেছেন: সহমত,"কেউ কি আমার মত করে ভাবছেন?" হা, আমারও ভাবনা আপনার কাছাকাছি। ধন্যা পাতা।
৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বশর সিদ্দিকী বলেছেন: ইউনুসরে কেন এখনো জেলে ঢুকায় নাই তাই নিয় পাট মুন্ত্রি কয়েক দিন আগে আপসুস করলেন। আপনার এই পোস্ট যদি তনি পরতেন তাইলে ইউনুস মনে হয় এতদিনে কাসিমপুর এর ভাত খাইত।
৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
Kawsar banggalii007 বলেছেন: কয়দিন কস্ট করে ওয়েট করতে পারবেন? পারবেননা? আমিই হইবো আপনাদের বিশুদ্ধ নেতা! বিশ্বাস কইরেন কিন্তু
৮| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৩৪
হিমরাজ ব্লগ বলেছেন: ধন্যবাদ। আমরা ভাবছি। একটু ধৈর্য ধরুন। ২০১৭ পর্যন্ত। তৈরি হোন ততোদিন এ। আমাদের ব্লগের লেখাগুলো একটু পড়বেন প্লিজ।
লিঙ্ক: http://www.somewhereinblog.net/blog/Himraz
ভালো থাকুন। শুভ প্রত্যাশা। জয় বাংলা। আমাদের বিজয় সুনিশ্চিত।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১০
এডওয়ার্ড মায়া বলেছেন: অনেকদিন পর ব্লগে আসলাম ভাই রে আমার লেখা ব্লগে প্রকাশ হচ্ছে না।কিন্তু আমি সেইফ আছি।তারপর অ এই অবস্থা.।কেউ আসল ঘটনা জানলে এক্টু আওয়াজ দেন.।