নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

রোশানল ২

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

মীর্জা ফখরুল বলেছেন, আমার মা কার কার সাথে বেডে গেছে সেটা মূখ্য ব্যাপার না, আমার বাবাকেই আমার সকল দায় ভার নিতে হবে।





উপরের কথা গুলো শুনে একটু খারাপ লাগল তাই না। আমার ব্লগের ব্যাপারে হয়ত রিপোর্ট করবেন একটু পরে। কিন্তু আসলে উনি বলেছেন, বিএনপি হরতাল ডেকেছে, জনগনের স্বার্থে, সরকার শান্তি চায় না। সরকার বাধ্য করেছে দাঙ্গা হাঙ্গামা করতে, সমস্ত অরাজকতা অস্থিতিশীলতা সৃষ্টি করতে, রাজপথে যারা মারা গেছে, তাদের দায় ভার সরকার কেই নিতে হবে।





এখন আপনারই বলুন, দোষ করল কে, আর হাসি মুখে সংবাদ সম্মেলন করে কে? এই যে গতকাল ৫ জন মারা গেল, আজকেও কয়েক জন মারা গেছে, এর কোন ফিলিংস আছে ওদের মাঝে? ওরা হাসি মুখে দুশ্চিন্তা ছাড়াই মিডিয়ার সামনে দাড়ায়। ওরা বাক্যগত শোক প্রকাশ করে। ওরা স্বজন হরানোর কষ্টটুকু অনুভব করে না।



কোন মন্ত্রির ছেলেকে দেখেছেন, এইম নিয়ে পুলিশ ফায়ার করছে, আর সে মিছিল করে এগিয়ে যাচ্ছে। না, কখনই না। আগে থেকে বলাই থাকে বা তারা কখনও এরকম বলদ সেজে মরতে যায় না।



লাশ আপনার মত সাধারণ কোন মানুষেরই পরে। ঐ লাশের দেশ প্রেম আর নেতাদের ভালবাসা কাফনের কাপড়ে মুখ ঢাকার আগেই শেষ। দেশের জন্যে ভাল কিছু করার অনেক পথ আছে। ক্লান্ত শরীরে বিছানায় যাবার সময় ২ মিনিট ভাবুন।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.