নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

অপি করিম / সংবাদ উপস্থাপনা

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৫





বাংলা ভিশনে অপি করিম নিজের গলায় গান গাইল। আমি তো পুরা টাস্কি, এই বেসুরা গান গাওয়ার মানে কি? কত টাকা পাইছে আল্লা্ই জানে ? এর চেয়ে তো ইভা রহমানও ভাল গান গায়।



দেশে টিভি চ্যানেল বেশি হওয়াতে মান রক্ষা করা আর বোধায় সম্ভব হচ্ছে না। এখন খবর দেখে বোঝা দায়, কয়টা লাশ পড়েছে? কেউ বলে ৫ টা আবার কোন চ্যানেল বলে ৬ টা।



আমাদের দেশের খবর গুলো তথ্যবহুল না। পুরা ৩০ মিনিট পর একটা সারাংশ বোঝা যায় মাত্র।



যেমন: হয়ত বলা হল, "সাভারে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, ১৫ জন আহত। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। "



এই টুকু শুনে আপনি কি কি বুঝবেন? শুধু বুঝবেন যে, একটা এক্সিডেন্ট হয়েছে। এতে আপনি অবশ্যই দু:চিন্তায় পড়বেন যদি আপনার নিকট আত্মীয় কেউ ঐ রুটে যাওয়ার কথা থাকে।



কিন্তু খবর উপস্থাপনটা এরকম হতে পারে: "সাভারে 'অমুক জায়গায়' ঢাকা থেকে ছেড়ে আসা ১১ টা ৩০ মিনিটের রাজশাহী গামী শ্যামলী বাস, মালবাহী বিপরীত মুখী ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। একজন মধ্যবয়ষ্ক পুরুষ ও একজন মহিলা ঘটনাস্হলে মারা গেছে। নিহতদের মধ্যে পুরুষের নাম 'অমুক' এবং মহিলা নাম অঞ্জাত। আহতদের 'অমুক' হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।"



এখন আপনি বলুন, কোনটা আসলেই খবর। কোনটা ভাল লাগে? কোনটা হওয়া উচিত?



শুধু তরুনীদের সুন্দর সুন্দর শাড়ি পড়াইয়া কসমেটিক এর সেরাম ঘোসামাজা দিয়া বসাইয়া রাখে। দিনে সারাক্ষণ এই পুতুলগুলো কে দেখতে ভাল লাগে না। হতে পারে, আমি মেয়ে বলে ভাল লাগে না। কিন্তু পুরুষদের মনে হয় ভালই লাগে।













মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৫

এন ইউ এমিল বলেছেন: চেনেলের রিপোর্টারদের অবস্থাতো এক্কেবারে বেহাল অবস্থা,

কথার মধ্যে আঞ্চলিক টান তো আছেই সাথে কথাকে অহেতুক টানাটানি মনে হয় প্রতিবন্ধী, অনেক কেই আবার দেখাযায় তোতলাতে, আবার কেউ কেউ এমন এঙ্গেলে ক্যামেরার সামনে দাড়ায় ইচ্ছা হয় কইশ্যা থাবড়াই

২| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৯

স্বপ্নসমুদ্র বলেছেন: আর খবরের বিজ্ঞাপন স্পনসার তো আছেই।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১০

জোৎস্নার কান্না বলেছেন: ভালই বিনোদুন পাই। ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.