নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার এতো ছল চাতুরির দরকার কি ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৬

শেখ হাসিনা দিনে দিনে ভারত কে, যে সব ভূ-অভ্যান্তরীন সম্পদ ভোগের সুবিধা করে দিচ্ছে বা রাস্ট্রীয় সুবিধা দিচ্ছে, তাতে তো মনে হয় বাংলাদেশ ভারতের প্রদেশ হলে পানি ঘোলা না করেই ভারত জলটুকু সুরুৎসুরুৎ করে না খেয়ে ঢকঢক করে খেত ।



একটু অন্যভাবে ভাবলে দেখবেন, ভারতের প্রদেশগুলো থেকে কন্দ্রীয় সরকার যেমন সুবিধা আদায় করে, বাংলাদেশের অবস্থাও এর বাইরে নয়। প্রার্থক্য শুধু ওগুলোকে বলা হয় ভারতের প্রদেশ, নিজের খবরদারি চলে, আর এদিকে বাংলাদেশ কাগজে কলমে আলাদা একটা দেশ, যেখানে যা চাওয়া যায়, তাই পাওয়া যায়, একটু বেশি ঢাক ঢোল পিটিয়ে, এই আর কি !



আমার কথা হল, চোট্টামি করে , সিস্টেমে ফেলে তিলে তিলে না মেরে এক বারেই মেরে দে না ভাই। দাদাদের তোমার এত ভাল লাগে, তো সব একবারে দিয়ে দিলেই তো হয়। মাঝ খান থেকে দেশান্তলী হতে হয় না কতোগুলো মানুষকে, বেডরুমে ঘুমের ভেতরও মরতে হয়না। সীমন্তে ফেলানীরাও মরে না তাহলে। নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে, লোকে কাজ পাবে। ইলিশ তো খাইনি সে কত দিন হবে। না হয়, এ জীবনে খেলাম না আর। তাও তো বছরের পর বছর অশান্তিতে থাকতে হবে না।



এখন এমন অবস্থা যে, ধর্ম নিয়ে কথা বলতে ভয় লাগে, রাজনীতি নিয়ে কথা বলতে ভয় লাগে, এই যে লেখাটা লিখলাম, হয়ত কেউ বলে বসবে ভারতের দালাল, কেউ হয়ত বলবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে আঘাত করেছে, মানহানির কেস করা হোক। আর মডু তো আছেই। সবার আগে হয়ত লেখাটা প্রথম পেজ থেকে সরিয়ে নেব।




সে যাই হোক, আমি হয়ত, একটু আগে ভাগে বলে ফেললাম, হয়ত বেশি দেরি নেই, যখন আমার মত দিন এনে দিন খাওয়া মানুষরাও এই কথা অনুভব করবে।



ভাল থাকবেন সবাই।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি বলছেন বাঁকা চোখে চায় কেন?

বলি মানসে দেখেন না চোখ যে টেরা!!!!!! জীবনেও সোজা চাইতে পারবে না!

পররাষ্ট্রনিতির একমূখীনতা দেশের বিরাট ক্ষতি করছে! কে কারে বোঝাবে???

আত্মমর্যাদা আর স্বাধীনতার চেতনার কথায় যারা ফেনা তোলে- তাদের এখন আর অহমে কিছূ লাগে না..
মুক্তিযুদ্ধের সার্বভৌমত্বের যে চেতনা তা ভূলিন্ঠিত হলেও চুপ!
মুক্তিযুদ্ধের যে চেতনা -আতমর্যাদা নিয়ে মাথা উচু করে বাঁচার, তা মাটিতে লুটায় তবুও বিকারহীন!!!!

কার কাছে কি বলবেন????

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

মদন বলেছেন: সবচেয়ে ভালো ভারতের সাথে মিশে গেলে। =p~

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

একজন ঘূণপোকা বলেছেন: মদন বলেছেন: সবচেয়ে ভালো ভারতের সাথে মিশে গেলে।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

গুগলরকস বলেছেন: মাঝ খান থেকে দেশান্তলী হতে হয় না কতোগুলো মানুষকে, বেডরুমে ঘুমের ভেতরও মরতে হয়না। সীমন্তে ফেলানীরাও মরে না তাহলে। নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে, লোকে কাজ পাবে। ইলিশ তো খাইনি সে কত দিন হবে। না হয়, এ জীবনে খেলাম না আর। তাও তো বছরের পর বছর অশান্তিতে থাকতে হবে না।

শোন ছাগু ইলিশ মাছ এইবার কত কম দামে খাইসো মনে আছে? আওয়ামী লীগ সরকারের কারনেই এত কমে খাইতে পারসো, আল্লাহ অকৃতজ্ঞদের পছন্দ করেন না

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০২

হরিসূধন বলেছেন: মদন@হ ভারতের সাথে মিলা গেলে আমাগো জাতির পিতার কি হবে? গান্দি হয়ে যাবে!

তার চেয়ে ভূটানের মতো শেখ পরিবার থেকে রাজা রানী হবে। বিড়িয়ার আর্মীর দরকার নাই! গনতন্ত্রের ও দরকার নাই। হাসিনা তাই চায়।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

কেএসরথি বলেছেন: একজন ঘূণপোকা বলেছেন: মদন বলেছেন: সবচেয়ে ভালো ভারতের সাথে মিশে গেলে।

একদম মনের কতা বলেচেন গো...দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.