নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love BANGLADESH......

ভেজা চোখ

ভেজা চোখ › বিস্তারিত পোস্টঃ

কেমন লাগে ?

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

আমি নিজেও এক মা। আমার ছোট্র বাবুর যখন কন্ঠা নড়ে গেল। সারারাত ঘুমাতে পারিনি। ওর চেয়ে যেন আমার ব্যাথা হাজার গুন হচ্ছিল। তবুও আমার একটা হাত ভেঙ্গে গেলেও হয়ত কম কষ্ট পেতাম।



আমি শুধু ভাবি আর শিউরে উঠি যখন, রাস্তায় বের হয়ে কারও সন্তান যখন রক্তাক্ত শরীরে ফিরছে, কারও পুরো শরীর পুড়ে ঝলসে যাচ্ছে। আমি জানি না তারা কি করে বেঁচে আছে।



আজ কোকো মারা গেছে নেশা করতে করতে। যে কিনা দেশের কোটি কোটি টাকা পাচার করেছে। তার ব্যাপারে দু কথা বলতে মিডিয়ার সামনে আসাই তো লজ্জার ব্যাপার।



আজ কোকোর প্রত্যাগমনে যদি ওনার মনে এই উপলব্ধি হয় যে, এই আন্দোলনের নামে যে ৯২ জন মা সন্তান হারা হয়েছে, তারা না জানি কত কষ্টে আছে।



গত বছর নির্বাচনের আগেও প্রায় ১৭২ জন মারা পরেছিল। আর এ সবই হয়েছিল, এই অবুঝ নেত্রীর গদি প্রীতির কারনে।



আমি প্রার্থনা করি, যে সব মানুষ আগুনে পুড়ে যন্ত্রনায় ছটফট করছে, তার কিছুটা যেন উনি মৃত্যুর আগে পেয়ে যান। আজ যেমন সন্তান হারার কষ্ট উপলব্ধি করছেন। কথাটি হয়ত শুনতে খারাপ লাগল। কিন্তু আর পারা যায় না। সহ্য করার সীমা অতিক্রম করে গেছে।



















১ম লিঙ্ক







২য় লিঙ্ক

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.