![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সকলেই জানি , আইএমএফ তেমন একটা সুবিধার কিছু না । এরা যেসব কতা কয়, যেসব প্রস্তাব দেয়, অগুলা ফলো করলে, দেশ আরও বাশ খায়।
আই এম এফ কেম্নে বাশ দেয় এর এক টা ধারবাহিক বিবরনি এখানে কয়েকটি পর্বে, ভুল বানানে, অসংলগ্ন গদ্য এ তুলে ধরা হবে; মন চাইলে এই বিরক্তিকর লেখা পড়তে পারেন;
প্রথমেই বলি আই এম এফ এর কাজ কি?
IMF এর কাজ হলো, দেশের মানি মার্কেট নিয়ে পর্যালোচনা করা ও উত্তম প্রস্তাব প্রনয়ন করা। ভালা কতা, IMF এডা তো করে + আরো অন্যান্য বেপারে নাক গলায়, যেমন ধরেন আর্থিক অবকাঠামো নিয়ে, যেটা world bank এর কাজ।
IMF প্রায় বলে সুদের হার বাড়াতে,
কারন ব্যাঙ্ক সুদের হার বাড়লে, বিদেশ থেকে অনেক বেশি বিনিয়োগ আসবে, ব্যাঙ্কে টাকা আসবে, আতি সল্প সময়ে, সুদ সমেত টাকা নিয়ে বিদেশি বিনিয়োগকারিরা সরে পড়বে।
IMF খালি লোন দিবার চায়,
কারন IMF লোন দেয়, তখন বলে, রাস্তাঘাট বানোনর জন্য, কারন রাস্তাঘাট বানাইলে বার বার ভাংবো, আবার বানাইবো, আবার লোন নিবো, ম্যাটেরিয়ালস বিদেশ থেকে আমদানি হবে, স্কুল বানাইবার লাইগা লোন চাইলে হেরা দিবো না।
IMF চায় মার্কেট খুইল্লা দিতে, তাইলে বিদেশি রা আসবো, কারখানা বানাইবো, টেকা তুইলা লইয়া যাইবো। গ্রামিনফোন লোন চাইলে চোখ বুইজ্জা দিবো, কিন্তু টেলিটক চাইলে বাশ দিবো
IMF লোনের ইন্টারেস্ট বেশি চায়
যখন country risk বানানো হয়, বাংলাদেশ রে বা নন ডেভেলাপ কানট্রি গুলারে বেশি রিস্কি দেখানো হয়, আসলে ততটুকু না, যেহেতু রিস্ক বেশি, সুদ ও চায় বেশি চায়। এহন তো জিগাইবেন, বাংলাদেশে কি কোনো পন্ডিত নাই, পন্ডিত রা IMF এর টাকায় বানানো , IMF এর কারিকুলামে পড়ালেহা কইরা আইচে
আমি একটা জিনিশ চিন্তা করি যহন বাংলাদেশ ব্যাংকের কয়েকটা ফ্লোর world bank বা IMF রে দিয়ে দেওয়া হয়, তখন ঐ দেশের sovereignty বইলা কিছু থাকে কিনা?
চলবে.....
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১২
ভেংচুক বলেছেন: ওরে ভাই, তেঙ্কু ,
আগামী পর্ব কবে আইবো, ঠিক নাই,
আমিও আই।এম।ইফ হইয়া যামু, কতা দিয়া কতা রাখুম না
২| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১১
হাসিব বলেছেন: এগ্লি বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিরোধী অনেক আগে থেকেই ।
এখানে যারা কাজ করে তাদের দেশীয় আইন ছুতে পারে না । পুলিশ তাদের এ্যারেস্টও করতে পারে না ! আমার যদ্দুর মনে পড়ে তাগোরে এই ক্ষমতা শেখ মুজিবই দিছিলো ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৪
ভেংচুক বলেছেন: বেপার না, আমরা চামচামি আজিবনই কইরা যামু, এহন তো ৩/৪ টা রুম দিছি, আস্তে আস্তে পুরা ব্যাঙ্ক টাই অগোরে দিয়া দিমু
৩| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৮
আতিকুল হক বলেছেন: আই এম এফের মাতব্বরি আগেও চলছে, সামনেও চলব। উন্নতির কোন কারন দেখতাছিনা।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৫
ভেংচুক বলেছেন: আমি লেহুম
আপনে পড়বেন
এভাবেই চলতে থাকবে
৪| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:২৩
েক আিম বলেছেন: @হাসিব: কোন আন্তর্জাতিক সংস্থা বা দূতাবাসের কাউকেই সরাসরি এরেষ্ট করা যায় না: এমন কি এদের ভেহিকল গুলো সাধারন ট্রাফিক আইনে ধরা যায় না। এইখানে শেখ সাহেব কই থেকে আসলেন??!! কিছু খোচা দিলেন নাকি??
সব বিষয়ে আমাদের এই পা পাড়া দিয়ে ইস্যু তৈরীর অভ্যাস যে কবে যাবে।
আইএমএফ আর ওয়াল্ড ব্যাংক সব ই এক: গরীবরে আরো গরীব আর বড়লোক কে বড়লোক করাই এদের কাজ আর উদ্দেশ্য।
@ লেখক ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩২
ভেংচুক বলেছেন: তেন্কু
৫| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৩৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: মাইনাচ দিলো কোন হালায়?
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৮
ভেংচুক বলেছেন: imf এর কোনো কামলা মনে হয়
৬| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০৯
বাবুয়া বলেছেন: "আই এম এফ" নামক এই জগদ্দল অক্টোপাসকে ঝেটিয়ে বিদায় না করলে বার বার ওরা ১/১১ সৃস্টি করবে এ দেশী দোশরদের দিয়ে।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৬
ভেংচুক বলেছেন: নাহ, বিদায় করলে সমস্যা আছে, পরের পর্বে এড করা হবে
৭| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৩
লেখাজোকা শামীম বলেছেন: আমি যতটুকু জানি আমাদের আইএমএফ বা বিশ্ব ব্যাংকের লোন নেয়ার দরকার নাই। যদি -
১. করদাতার সংখ্যা বাড়ানো যায়।
২. অধিক রেমিটেন্স আনা যায়।
৩. বিদেশী ও প্রবাসীদের বিনিয়োগ আকর্ষণ করা যায়।
৪. দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়।
৫. সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যায়।
১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩২
ভেংচুক বলেছেন: আপনার এ কথা গুলো শেষ পর্বে এড হবে
৮| ১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:২৯
নিভৃত পথচারী বলেছেন: ভেঙচুক ভাই ভাংচূড় লেখা দিয়েছেন.......সহজ কথা সবাই সহজে বলতে পারে না। আপনে পারলেন দেখা যাচ্ছে...
১৩ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:৩৩
ভেংচুক বলেছেন: :-)
৯| ২৪ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১৮
হাসিব বলেছেন:
কে আমি -
বাছাধন আমার মন্তব্যখান আরেকটু পড় । তারপর নিজে বইপত্র জোগাড় করে পড়তে বস । জ্ঞানের বিকল্প নাই ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১০
নিবিড় বলেছেন: ভালা লিকচেন ভেংচুক ভাই ..চলুক.সাথে আসি..।জানলাম ...আই এম এফ নিয়া