নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রসমাজ

ভদ্রসমাজ › বিস্তারিত পোস্টঃ

প্রিমিয়ার সিমেন্টের আইপিওতে ২০ গুণ আবেদন

০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের শেয়ার বরাদ্দ পাওয়ার জন্য মোট ৯ লাখ ১৮ হাজার ৩৯৩টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের সঙ্গে ৫২৯ কোটি ৬৫ লাখ ৬৪ হাজার ৬৪০ টাকা জমা পড়েছে যা কোম্পানির লক্ষ্যমাত্রার চেয়ে ২০ গুণ বেশি। কোম্পানির পক্ষ থেকে প্রাথমিকভাবে এই পরিসংখ্যান দেয়াহ য়েছে।



প্রিমিয়ার সিমেন্ট মিলস মোট ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২৬ কোটি ৪০ লাখ টাকা সংগ্রহ করবে। কোম্পানির প্রতিটি শেয়ারের বিপরীতে ১২ টাকা প্রিমিয়ামসহ মোট ২২ টাকা সংগ্রহ করা হচ্ছে।



কোম্পানির দেয়া তথ্য অনুযায়ী, সাধারণ ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এবং মিউচ্যুয়াল ফান্ড মিলিয়ে মোট ৮ লাখ ৮৬ হাজার ৮৯৩টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের সঙ্গে জমা হওয়া অর্থের পরিমান ৫১৫ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৬৪০ টাকা। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারী কোটায় ৩১ হাজার ৫০০টি আবেদনের সঙ্গে জমা পড়েছে ১৩ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানির ২০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করায় সব মিলিয়ে ৬০ হাজার লট শেয়ার বরাদ্দ করা হবে।



সূত্র: শেয়ারনিউজ২৪.কম, জানুয়ারি ০৪, ২০১২

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.