নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রসমাজ

ভদ্রসমাজ › বিস্তারিত পোস্টঃ

বেহায়া নির্লজ্জ লোক

১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৩৩

আমার বন্ধুর প্রতিবেশী পাসপোর্ট অফিসে চাকরী করেন। প্রতিদিনই ভোর ৫.৩০ টা থেকে তার বাসায় পাসপোর্ট লেনদেন করতে বিভিন্ন লোকের সমাগম ঘটে।অনেকে আবার বাজারের ব্যাগের মধ্যেও পাসপোর্ট ভরে নিয়ে আসেন। পাসপোর্ট অফিসে চাকরির সুবাদে ঘুষের টাকায় অনেক সম্পদের মালিক তিনি হয়েছে এটা ঠিক, কিন্তু সমাজের মানুষ কি তাকে মন থেকে সম্মান করবে? অবশ্য এতে তার কোন যায় আসে না। কারন তিনি একজন বেহায়া নির্লজ্জ লোক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫৫

মুদ্‌দাকির বলেছেন: চলেন নিজে কষ্ট করে হলেও ভালো থাকবার চেষ্টা করি আর এই ধরনের লোকদের থেকে নিজে এবং নিজের পরিবার কে দূরে রাখি !!!

২| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫৯

ঢাকাবাসী বলেছেন: এরাই সমাজে মান সন্মান ডাঁট ফাট নিয়ে মহানন্দে থাকেন। এদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, এরা বছরে এক আধবার সিংগাপুর যাবে শপিংএ। আর কি চাই? যারা এটা পারেনা তারা বোকা!

৩| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:০৯

আহলান বলেছেন: সমগ্র সমাজ ব্যবস্থাই পাল্টাতে হবে। সরকারী চাকুরীজীবি মানেই সারাজীবন মলিন বিসাদগ্রস্ত হয়ে ন্যায় আর সততার পথে চলতে হবে, আর ব্যবসায়ী/প্রইভেট চাকুরে হলেই দামি গাড়ি বাড়ি আর বিলাসী জীবন যাপন করবে .... এই প্রথার পরিবর্তন করতে হবে। সবার আয়ের মধ্যে একটি সামঞ্জস্য থাকতে হবে .... তবেই সুষ্ঠ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে ..................

৪| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৩৭

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: দুর্নীতিবাজ লোক পৃথিবীর সব জায়গায় সবখানে সবসময়ই ছিল। মনে রাখতে হবে, মাথার উপর আল্লাহ আছেন তিনি সব দেখছেন। মৃত্যুর পর প্রতিটি পাই পয়সার হিসাব দিতে হবে। নিজেরা দুর্নীতি না করি অন্যদের দুর্নীতি না করতে উৎসাহিত করি।

৫| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:০০

নিষ্‌কর্মা বলেছেন: আমাদের দেশের প্রত্যেকটা বিষয়েই দূর্নীতি করা যায়। সেই সুযোগ আমাদের আইনেই করা আছে। সুতরাং কাউকে গালি দিবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.