নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভদ্রসমাজ

ভদ্রসমাজ › বিস্তারিত পোস্টঃ

আমার মা

১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:২৭

অফিস যাবার প্রস্তুতি শুরু হয় সেই সকাল ৮.০০ টা থেকে। সারাদিনের কাগজের ব্যস্ততা, খাটুনি, কাজের সঠিক মূল্যায়ন না পাওয়া, কাজ না থাকলেও বসের কারনে শুধু শুধু অফিসে বসে থাকা এবং রাত করে বাড়ি ফেরা এ নিয়ে মনটা বিষিয়ে থাকে। অতিসাধারন আমাকে এই পৃথিবীতে অনেক বেশি তুচ্ছ মনে হয়। বাসায় ফিরে প্রিয়জনের ভালো কথাও ভালো লাগে না কিন্তু কলিং বেলের শব্দ শুনে বাড়ির ভিতর থেকে আমার মেয়ে যখন উচ্চস্বরে বলে উঠে বাবা এসেছে, বাবা এসেছে তখন মনটা ভরে যায়। কলিং বেলের শব্দ শুনে ও বুজতে পারে আমি এসে গেছি। আর বুজবেই না কেন, ওত আমার জন্য সারাদিন অপেক্ষা করে বসে থাকে। বাড়ি ফেরা থেকে শুরু করে আমার ফ্রেস হওয়া এবং আমার মার কাছে যাওয়া পর্যন্ত ও আমার পেছন পেছন ঘুর ঘুর করতে থাকে, এক মুহুতের জন্যও ওর চোখের আড়াল করবেনা । কখন আমি ওকে কোলে নিব, আদর করবো, মাগো বলে ডাকব, সারাদিনের খোঁজখবর নিব, তবেই শান্তি। আমার মেয়ে এবং আমার মার যে কথাটা আমার সবথেকে ভালো লাগে তা হল, বাবা তুমি ভালো আছো ? বাবা তুমি কি খাবে ? ওর সান্নিধ্যে আমার সারাদিনের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। আমি যেন ওর মাঝে আমার শান্তি খুঁজে পাই। জানেন আমার মাঝে মাঝে ভয় হয়, আমার অনেক সীমাবদ্ধতার মাঝে ওর প্রতি আমার দায়িত্ব পালনে অবহেলা হবে কি না এই ভেবে। মৃত্যুকে ভয় হয়, যদি অসময়ে ওর কাছ থেকে অনেক দূরে চলে যাই না ফেরার দেশে । আসলে প্রত্যেক মেয়েরাই তার বাবার কাছে তার মা জননীর অনুরুপ । পৃথিবীর প্রত্যেক মা এবং মেয়ে সবাই ভালো থাকো। আপনারা আমার এই ২ বছর ৪ মাস বয়সি মেয়েটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৬

আহসানের ব্লগ বলেছেন: আপনার রাজকন্যার জন্য রইলো শুভ কামনা ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.