![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Dark -এর পোস্ট প্রোডাকশন ডিটেইলসঃ (ছবিসহ বুঝতে সুবিধা হবে)
পোস্টে দুই ধরনের Aspect Ratio ইউজ করা হইসে-
2:1 - Univisium format
জোনাস-মার্থা'র ওয়ার্ল্ডের সিকুয়েন্সগুলো এই ফরমেটে ছিলো ।
2.39:1 - Anamorphic format (স্ট্যান্ডার্ড সিনেম্যাটিক ফরমেট)
অরিজিন ওয়ার্ল্ডের সিকুয়েন্সগুলো এই ফরমেটে ছিলো । (শুধু সিজন ৩ -এ)
Aspect Ratio বেসিক্যালি ডিরেক্টরের ভিজ্যুয়্যাল স্টোরিটেলিং এ হেল্প করে । গল্পে টাইমলাইন অনেকগুলো থাকলে, সেগুলা স্পেসিফিক করে বোঝাতেও কাজে লাগে, যদিও সেটা ডিপেন্ড করে গল্পের জনরা'র উপর, লাইক রিয়্যাল ওয়ার্ল্ড, ইমেজিনারী ওয়ার্ল্ড, ইত্যাদি । Dark এর স্টোরি, স্টোরিটেলিং, ক্যারেক্টার ডেপথ, পোস্টের কাজ যে কতটা নিখুত, পুরো ৩ সিজন একটু খেয়াল করে দেখলেই বোঝা যায় ।
এবং, জোনাস-মার্থা'র ওয়ার্ল্ডের তুলনায় অরিজিন ওয়ার্ল্ডের সিনগুলো একটু বেশী কালারফুল/স্যাচুরেশন ডেপথ বেশী ছিলো । শুধু কালার গ্রেডিং দিয়ে স্টোরি টাইমলাইন অনুযায়ী মন্তাজ সহ বেশ ভালোভাবে আলাদা করে দেয়া যায়, এটা Dark এর পোস্ট টিম খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলো ।
রাইটার, ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটর সহ Dark এর পুরো টিমের প্রতি ফিল্মমেকিং শিখতে চাওয়া-যাওয়া সকল মানুষ কৃতজ্ঞ ।
২| ০৬ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
অপু তানভীর বলেছেন: আমি খুব বেশি যে টিভি সিরিজ ফ্যান না । তবে প্রথম সিজন দেখে আমার মাথা ঘুরে গিয়েছিলো । আমার ধারনার বাইরে ছিল টাইম ট্রাভেল নিয়ে কেউ এমন ভাবে কাহিনী বানাতে পারে ।
আমার দেখা অন্যতম সেরা একটা সিরিজ এটা !
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২০ রাত ১২:৪২
নেওয়াজ আলি বলেছেন: দেখা শেষ ।