নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভিন গ্রহের এলিয়েন

নাথিং টু সে.

ভিন গ্রহের এলিয়েন › বিস্তারিত পোস্টঃ

জাতি আজ বর্ববরতার সামনে বাকরুদ্ধ

১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০


আমাদের ক্ষমা কোরো সোনামনি. যে সমাজ তোমার মত শিশুকে এমন বর্বরতম পন্থায় হত্যা করে - সেই সমাজের একজন বলে নিজেকে পরিচয় দিতে ঘৃনা হয় আমার. চতুর্থ শ্রেনীর ছাত্র হয়েও মা ও ছোট ভাইয়ের মুখে খাবার তুলে দেয়ার দায়িত্ব নিয়ে সবজি বিক্রি করতে গিয়েছিলে তুমি, আর মানুষ নামের কয়েকটি দুপেয়ে জানোয়ার তোমার জীবন প্রদীপ নিভিয়ে দিল . উফ !
কত কষ্টই না ওরা দিয়েছে তোমাকে !
এই টুকু বাচ্চা, জীবন বেরিয়ে যাওয়ার পূর্ব মুহুর্তে পানি পানি বলে কাতর মিনতি - তবুও দানবদের হৃদয় গলেনি . এ যেন দ্বিতীয় কারবালা !
আহা ! নরম পলিমাটির এই দেশ , হেমন্তের ঝরেপড়া কাঠাল পাতার এ দেশ কি করে এমন হিংস্র হায়েনার অভয়ারণ্য হয়ে উঠলো ???
তবে কি আমরা অভিশপ্ত "সাদ্দূম" কিংবা "পম্পেই" নগরীর ভাগ্য বরণ করতে যাচ্ছি ? হে খোদা , আমাদের ক্ষমা করো....

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই টুকু বাচ্চা, জীবন বেরিয়ে যাওয়ার পূর্ব মুহুর্তে পানি পানি বলে কাতর মিনতি - তবুও দানবদের হৃদয় গলেনি . এ যেন দ্বিতীয় কারবালা !
আহা ! নরম পলিমাটির এই দেশ , হেমন্তের ঝরেপড়া কাঠাল পাতার এ দেশ কি করে এমন হিংস্র হায়েনার অভয়ারণ্য হয়ে উঠলো ???
তবে কি আমরা অভিশপ্ত "সাদ্দূম" কিংবা "পম্পেই" নগরীর ভাগ্য বরণ করতে যাচ্ছি ? হে খোদা , আমাদের ক্ষমা করো...

++

২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৩:২০

মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: সবাই ভুলেই গেছে যে রাজন নামের কেউ ছিল আসলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.