![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতার সুর ছন্দ আজ বিষাদী হয়েছে, আবেগী ঘনঘটায়
মনের যত কথা আর সুরের ভূবন আবেগে বিষাদময় ।
জীবন চলার আশার প্রদীপ নিভু নিভু আজ, নিভে নিভে জ্বলে
সকল কষ্ট, সুখের স্বপ্ন, তারা গুমরে গুমরে কাঁদে ।
এলোমেলোতার পদচারনায় ওলটপালট একাকী আঁধার ঘর
খরতাপের ভর দুপুরে যেন একটা ঘুঘু পাখির বিরহী সুর ।
রাতের চাতক চোখে আমার কষ্ট দিনের পোকা
অনিশ্চয়তায় বিষাদী এ মন, তৃষিত চোখের প্রতীক্ষা ।
তোর কোলে শুয়ে বালুর ভীড়ে নীল জলের ঢেউ খুঁজে ফিরে
তারা ভরা সেই নিশুতি রাত আজকাল বুক চাপরে'ই মরে ।
হাতে হাত রেখে তোর বলা কথা "ভালবাসি" বলে না কেউ
আজও এই চোখ দূর পানে চেয়ে বিষাদী নদীর ঢেউ ।
খাঁ খাঁ রোদে বুকের ভিতর বাজে কার পায়ের নূপুর ?
এই কি তুই! খুব কাছে, নাকি মোর স্বপ্ন সুর ?
তোর শরীরের মাতাল গন্ধ সুরসুরি দেয় নাকের কিনারে
সত্যি সত্যিই তুই পাশে বসে, আমার কাছে মনের গভীরে ।।
-১২/০৬/২০১১
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
ভার্চুয়াল কবি বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক , আপনিও ভালো থাকবেন !
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫
দীপংকর চন্দ বলেছেন: রাতের চাতক চোখে আমার কষ্ট দিনের পোকা
অনিশ্চয়তায় বিষাদী এ মন, তৃষিত চোখের প্রতীক্ষা ।
বিষাদাক্রান্ত ভালো লাগা!!!
শুভকামনা। অনেক।
ভালো থাকবেন ভাই। সবসময়।