নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

অশুদ্ধ হব

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

অশুদ্ধ হব, নষ্ট হব, শুদ্ধতার দোহাই
সত্য ত্যাগে আজকে আমি নষ্ট হতে চাই ।

সূর্য ডুবে আঁধার রাতের বর্ম পড়ে যখন
কালো রক্তের আড়ালে আমার ঝড়ে রঙ্গিন স্বপন ।

অশুদ্ধ শোক, অশুদ্ধ লোক, অশুদ্ধ সমাজ ও রাজনীতি
আমার আমি অশুদ্ধ হলে কার বা কি ক্ষতি ?

কত শত কবিতারা মাসকারার আড়ালে
রাতের বুভুক্ষ ললনারা সুনিপুন মেকআপের কারুকার্যে ।

কত সুপুরুষের মুখ, নীতি, সততা সব মুখোশের আড়ালে
কত কাপুরুষ অশুদ্ধ হয় ঝাঁঝালো অ্যালকোহলে !

লক্ষকোটি শিশির কণা বুকেতে পদ্মপাতা
মিশে গেলে দীঘির জলে, বিশুদ্ধ কাতরতা ।

অশুদ্ধ শহর, অশুদ্ধ রাজপথ, অশুদ্ধ মানুষ, অশুদ্ধ দেশ
চাপাতি হাতে কসাই টুকরো করে জাতি, বিবেক নিঃশেষ !

এবার আমার পালা, সইতে রাজি অশুদ্ধতার জ্বালা
কোটি কোটি ফুল শুকিয়ে গেলে হয় কি আর মালা গাঁথা ?

অশুদ্ধ হব, নষ্ট হব কি আর হবে তাতে
ঘোষনা দিয়ে অশুদ্ধ হলাম, তোমরা কি কেউ হবে ??

-১৯/১২/২০১৫

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৬

কল্লোল পথিক বলেছেন: বাহঃ চমৎকার কবিতা।

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

ভার্চুয়াল কবি বলেছেন: ধন্যবাদ আপনাকে , সাথে কামনা রইল ২০১৬ আপনাকে আরও সুখী করুক ।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫১

রক্তিম দিগন্ত বলেছেন: কবিতাটা বেশ চমৎকার। সহজ পাঠ ছিল।

তবে অশুদ্ধ হবার আর কোন ইচ্ছা নেই। এমনিতেই অনেক অশুদ্ধ। :(

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

ভার্চুয়াল কবি বলেছেন: একটু অশুদ্ধ তো আছেনই, আর একটু হলে ক্ষতি কি ??

ধন্যবাদ আপনাকে , সাথে কামনা রইল ২০১৬ আপনাকে আরও সুখী করুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.