![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিতে পার - একটি সকাল, নিষ্পাপ ঘুমঘুম
আজন্ম ইচ্ছে, একটা সকাল, সকালের স্নিগ্ধতায় ভিজব ।
দিতে পার - সহস্র লক্ষ কালির কলম, লেখনি
আজন্ম ইচ্ছে, একদিন, একটা দিন নিজেকে নিয়ে লিখব ।।
দিতে পার একটা রঙিন ঘুড়ি, অনেক সূতা নাটাইসহ
অন্তঃত জীবনের একটা দিন আকাশে ঘুড়ি উড়াই ।
দিতে পার কয়েকশত রং-বেরং এর গরুর পাল, বাছুরসহ
একটা দিন রাখাল সেজে বাঁশি বাজিয়ে, কষ্ট ভুলে যাই ।।
দিতে পার শত সহস্র রংতুলি, অনেক অনেক রং
রঙয়ের ভূবনে তুলির আঁচড়ে নিজেকে সাজাই ।
দিতে পার একটু ভাল, একটু বাসা, আদরে মাখা
আজন্ম ইচ্ছে, একদিন নিজেকে ভালবাসায় জড়াই ।।
দিতে পার সুখের একটা মিনিট, কয়েকটিমাত্র সেকেন্ড
জন্মের মত একবার সুখের সাগরে ভাসি ।
দিতে পার একটা মুহুর্ত সম্পূর্ণ আমার, একান্তই আমার
ইচ্ছে করে আমার মুহুর্তটায় নিজস্ব পৃথিবী গড়ি ।।
দিতে পার লক্ষ-কোটি শান্তির সাদা পায়রা
আজন্ম ইচ্ছে, সাদা পায়রার খোলসে কিছু সুখ আকাশে উড়াই ।
দিতে পার একটা সোনালী দিনের শেষে বর্ণালী গোধূলি
আজন্ম ইচ্ছে, ম্লান তবু শান্ত স্নিগ্ধ আলোকছটায় নিজেকে হারাই ।।
- ২০১০ (যে অল্পসংখ্যক পাঠকবৃন্দ আমার লেখা পড়েন, আমার অতীতের লেখা থেকে তাদের বঞ্চিত করি কিভাবে ???)
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৭
ভার্চুয়াল কবি বলেছেন: আপনাদের মন্তব্যতে অনুপ্রেরণা পাই। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য । ভালো থাকবেন সবসময় !
২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
দীপংকর চন্দ বলেছেন: স্নিগ্ধ কথামালায় ভালো লাগা অনেক।
শুভকামনা কবি। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
ভার্চুয়াল কবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য । ভালো থাকবেন সবসময় ! শুভকামনা রইল ।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা
নিরন্তর শুভ কামনা কবি।