নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

ভার্চুয়াল কবি

বোহেমিয়ান সময়ের ভাবুক

ভার্চুয়াল কবি › বিস্তারিত পোস্টঃ

তোমার আমার

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

দিনে দিনে হচ্ছে রঙিন, তোমার সাদা মন
রঙিন এই শহরে, তোমার রঙিন জীবন ।

আমার পৃথিবী মেঘে ঢাকা, শুধুই মেঘময়
জলে জলে এই জীবনে শুধুই বৃষ্টি হয় ।

তোমার আকাশ জুড়ে শতেক রঙিন তারার মেলা
আয়েশী ঢংয়ে চায়ের কাপে তোমার গোধূলি বেলা ।

আমার সকাল, দুপুর, সন্ধ্যাগুলো একাকীত্বের খামখেয়ালে কাটে
ক্ষুধা, তৃষ্ণা, হাহাকারের ভারী নিঃশ্বাসে বুকটা ভরে উঠে ।

তোমার হাতে সাদা কপোত, উড়াও রঙিন ফানুস
নিরব ঘুমে স্বপ্নদেশে তোমার রাতের নিঃশেষ ।

আমার জীবন জরাজীর্ন, জনবহুল, ধূলিভরা এক পথ
শত মানুষের ভীড়ে, ভীড় বাসে ঝুলে থাকার শপথ ।

তোমার আমার এই নিয়তি উল্টো পথেই হাঁটা
একই বৃত্তে বন্দী তবু মন দুটি দূরে রয় সর্বদা ।

এই জীবনে, একই বৃন্তে ফোঁটা হল না তো ফুল
তোমার আমার এক জীবনে শুধু ভুল আর ভুল ।

আবার যদি জন্মি কখনও মানুষ হই বা কীট
ঈশ্বর যেন এক সূঁতায় বাঁধে, তোমায় আমায় ঠিক ।
-10/10/2015

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.