![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমার বাবা প্রথম যেবার স্ট্রোক করে, তখন আমি অনেক ছোট। তিনি খুবই চাপা স্বভাবের ছিলেন, কিন্তু তার ছিল প্রচণ্ড মানসিক শক্তি। তিনি সেই অবস্থায়'ই আমার চাচাদের ফোন দিতে বলেন। আমার সেজ চাচা এসে কিছুক্ষণ পর বাবা'কে মিরপুর হার্ট ফাউন্ডেশন এ নিয়ে যান। সেখানে আইসিইউ তে ভর্তির পর একজন ডাক্তার এর তত্ত্বাবধায়নে বাবা'কে দেয়া হয়। আমার চাচা কর্তব্যরত ডাক্তারকে খুব অনুরেধ করেন বাবা'কে ডাঃ মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে ভর্তি করার জন্য। কিন্তু তারা প্রথমে তা করতে চাচ্ছিলেন না।
আমার চাচা তখন সেন্টিমেন্টাল হয়ে তার মোবাইলের এন্টেনা দিয়ে গুতা দিয়ে ডাক্তারকে বলেন, 'আপনি জানেন আমি কে?'
ডাক্তার ভীত হয়েঃ না ভাই। আপনি কে?
চাচাঃ আমি পাবলিক, পাবলিক।
চাচা'র সাদা লুঙ্গি-পাঞ্জাবি'ই হোক অথবা মোবাইলের গুতা খেয়ে'ই হোক তারা বাবা'কে মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে ভর্তি করায়।
উপরের বিশাল ভূমিকা দেয়ার কারণটি হল, আমরা যারা রাজাকারের ফাঁসি চাই আবার ইসলাম নিয়ে কটূক্তিকারিদের ঘৃণা করি তারা শাহবাগি বা হেফাজতে ইসলাম নই আমরা সাধারন পাবলিক। পাবলিক চেনেন? পাবলিক, পাবলিক।
©somewhere in net ltd.