![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
পাবলিকঃ এই চোর, তুমি কেন চুরি কর?
চোরঃ আমি গরিব তাই, আমি চুরি করি।
(এরই মধ্যে চোর সমুচা, চা, পানি খেয়ে ঘুমিয়ে পরে। কিন্তু পাবলিকদের নিজেদের মাঝের তর্ক আর থামেনা। তাদের কথার ঝড় বইতেই থাকে যে চোর আসলে মানুষ কেন হয়? কথা আর তর্কে সকাল হয়ে যায়, চোরকে তারা ডেকে ওঠায়)
পাবলিকঃ আমরা বের করতে পেরেছি তুমি চুরি কেন কর?
চোরঃ কেন?
পাবলিকঃ কারন তুমি গরিব এবং বেকার।
(তা এইটা তো চোর আগেই কইছিল, তবুও এইটা নিয়া এত্ত লাফালাফি কইরা শেষ পর্যন্ত মন্তব্য একই!!! এইটা আর নতুন কি, ফেসবুকে এইটা প্রতিদিন হয়।)
উপসংহারঃ গতকাল রাতে একটা মুভি দেখলাম নাম, Raanjhanaa। আমার বরাবরই রোমান্টিক মুভি ভাল লাগে, তাই এইটাও ভাল লাগছে। আর উপরের কাহিনীটা এই সিনেমার'ই একটি দৃশ্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫
শাহরুখ সাকিব বলেছেন: ছবিটা দেখসি বড় ভাইয়া, খুব ভাল্লাগসে, ধানুশ ফাটায় দিছে!