![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমার বাসার নিচে এক ভাইয়া তার বাবুকে নিয়ে দাড়িয়ে ছিল. একটু পর দেখলাম দূর থেকে এক আপু হাত নেড়ে চিতকার করতে করতে রিক্সায় আসতেছে. ঘটনা নিয়ে ভাবার আগেই আপুটা রিকশা থেকে নেমে দৌড়ে বাবুটাকে কোলে নিয়ে আব্বা-আব্বা বলতে বলতে বাসায় চলে যায়. এই হইলো মা জাতি. তারা আসলে কে কি ভাবলো বা লোক দেখানো কোনো কিছু নিয়েই মাথা ঘামান নাহ, সন্তানের প্রতি ভালোবাসাই তাদের কাছে মুখ্য।
ভদ্রমহিলা যে পোলাও,মাংস রান্না করলো তা নিয়া নস্টালজিক হওয়া যায়. কিছু ঘটনা থাক না সমলোচনার উপরে. চালের দাম, মাংসের দাম তো সমলোচনা করলেও কমবে না.
আমার আম্মার পোলাও-মাংস রান্নার ছবি আপলোড করা শুরু করলে তো ফেসবুকে একটা এক্সিবিসন করা যাইত! আপসুস, খাওয়া দেখলে আর হুশ থাকে নাহ. ছবি তুলুম কখন!
©somewhere in net ltd.