![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
ছেলেবেলা থেকেই আমি মনে করতাম যে আমি কখনও দশম শ্রেণি পাশ করতে পারব না। আমার পড়াশুনার শ্লথগতি দেখে বাবা আমাকে বলতেন যে সবাই তো আর রিকশা'য় চড়ে না কেউ কেউ চালায় ও। আর আম্মা তো আরেক কাঠি উপরে বলত যে আমার পড়াশুনা করা হয়ে উঠলে তার হাতের তালু থেকে লোম ওঠা শুরু করবে
সেই থেকে মুলা নাকের সামনে নিয়ে দৌড়াচ্ছি। এখনও দৌড়ানো শেষ হয় নাই। কিন্তু বেকুব মন তো আর বুঝে না যে এত দৌড়াইয়া কি হবে! বাসায় আরামে খাব আর ঘুমাব ও? আজ খাইলাম মগজ ভুনা, রুই মাছের পেটি আর চাক চাক করে কাটা আলু দিয়া মাগুর মাছ, এর চেয়ে বেশি অমৃত তো আর খাইতে পারব না! তো খামকা হুদাই এত লম্ফ ঝম্ফ করার তো কোন মানে হয় না। মাঝখান দিয়া আমার সাধের জাওয়ানিটা খতম হইয়া গেল! আফসোস
©somewhere in net ltd.