![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; আমার ফেসবুকে কিছুদিন যাবত Oblivion দেখার স্ট্যাটাস -এর বন্যায় ভেসে যাচ্ছিল। স্বভাবসুলভ দেখার আগ্রহ নিয়ে ডাউনলোড মেরে দেখে ফেললাম, আমাদের মহানায়ক সার অনন্ত জলিলের একমাত্র যোগ্য প্রতিদ্বন্দ্বী(!) টম ক্রুজের মুভিটা!
দেখে মনে হইল, কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা! আমদের মহামান্য আকশান সুপার স্টার সার জলিলের মুভি দেখলে আলিয়েন টাইপ সায়েন্স ফিকশান মুভি লাগে, আর টম ক্রুজের মুভিটা দেইখা তো বাস্তব বাস্তব লাগতেছে। আহা! লেক পাড়ের বাসাটা কতই না সৌন্দর্য!
©somewhere in net ltd.