![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আল্লাহ যদি বেহেশতে কিছু বাস ড্রাইভারকে বিনা হিসাবে থাকতে দেন তবে আমি বলব 'শুকুর আলহামদুলিল্লাহ'।
গতকাল সুপারভাইজারের সীটে বইসা বাসে আসার সময়, আমাদের ড্রাইভার যা দেখাইল! সারা রাস্তা যত দোয়া পারতাম সব মনে মনে আওরাইছি। আর বলছি হে আল্লাহ আমি যদি ঢাকা পৌছাইতে পারি তবে নির্ঘাত শোকরানা নামায পড়ব। আমি শিউর সেই বেটাকে দিয়া যদি ফরমুলা ওয়ান খেলানো যায় তবে নির্ঘাত, ফাস্ট প্রাইজ নিয়া আসবে!
©somewhere in net ltd.