![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমরা সবাই একটা দৌড় প্রতিযোগিতায় আছি। এই দৌড় প্রতিযোগিতায় কতগুলো মাইলফলক আছে। প্রথমে দৌড় দিয়া 'পড়াশুনা' শেষ করতে হবে। তারপরের দৌড় হল 'চাকরি' পাওয়ার। তার পরেরটা 'বিয়ে' করার। আর তার পরে তো দৌড় আর দৌড়। শরীরে বার্ধক্য আসা না পর্যন্ত সেই দৌড় শেষ হয় নাহ। এত্ত দৌড়াইয়া লাভ কি? শান্তিতে থাকা?
দুপুরবেলা মুরগির মাংস আর ভাত তারপর একটা পেপসি এবং শেষটায় মিষ্টি পান ও একটি ধুম্রশলাকা। তারপর মুভি দেখা তো আছেই। এই শান্তি রাইখা সেই শান্তি আমার দরকার নাই। আল্লাহ আমার এই শান্তি বজায় রাখলেই শোকরানা।
©somewhere in net ltd.