![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
আমি বরাবরই নানা রকম নতুন শব্দাবলি ব্যাবহারে আনন্দ পাই। তা অর্থপূর্ণ হোক বা অনর্থক হোক। ইদানিং আমার বড় এক ভাই Maruf Hasibul Islam এর কাছ থেকে নতুন এক শব্দ শিখেছি, দুষ্টু। এই শব্দ ব্যাবহার করে আমি অত্যন্ত আনন্দিত। শুধু তাই না এর ফলাফল ও চমৎকার!
বিষয়টা হল, ইদানিং যেখানেই গ্যাঞ্জাম দেখি সেইখানেই এইটা ব্যাবহার করি। যেমন, রিকশাওয়ালা আরেক রিকশাওয়ালার সাথে বাধাইয়া দিয়া মারামারি করার উপক্রম হইল, আর আমি গম্ভীর গলায় বললাম 'এই দুষ্টামি কইরও না', শুধু তাই না সেইদিন দুই বাসে ঠোকাঠুকি লাগার পরও একই ডায়লগ দিলাম। ফলাফল খুবই মিষ্টি। সবাই আমার দিকে একটা হাসি দিয়া বলে, মামা দোষটা কিন্তু আমার না।
আমার মনে হয়, ওরা সারাদিন যেই হারে কুৎসিত গালি খায়! সেখানে 'দুষ্টামি' শব্দটা শুইনা তারা ব্যাপক বিনুদুন পায়! খারাপ কি? যেইখানে গালি দিলেও চিড়া ভিজে না, সেইখানে যদি কথাতেই চিড়া ভিজে তাইলে, ভিজুক।
©somewhere in net ltd.