![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
একজন মানুষের বিয়েতে সবচেয়ে সুন্দর বলা কথা আর আমার সবচেয়ে সুন্দর কথা শোনার বহরটা হল এই রকমঃ
May you never steal, lie, or cheat, but if you must steal, then steal away my sorrows, and if you must lie, lie with me all the nights of my life, and if you must cheat, then please cheat death because I couldn't live a day without you!
যার অর্থ করলে দাড়ায়,
তুমি কখনও চুরি কইরও না, মিথ্যা বইল না বা ঠকাইয়ো না। কিন্তু তুমি যদি চুরি কর তাইলে আমার দুখখ চুরি কইর। আর মিথ্যা বললে, আমার সাথে, আমার জীবনের প্রতিটা রাতে মিথ্যা বইল। আর ঠকাইলে, দয়া করে মৃত্যুকে ঠকাইয়ো কারন আমি তোমারে ছাড়া একদিনও থাকতে পারব না!
আফসুস! কারন এই বিয়াটা একটা মুভিতে দেখা। মুভি'র নাম 'লিপ ইয়ার', ডায়লগ শুইনাতো আমি প্রায় কাইন্দালাইচি। এই রকম কথা শুনলে তো, বিয়া কইরা তার হাত ধইরা বুড়া হইয়া যাইতে মুনচায়!
©somewhere in net ltd.