![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
ছোট বেলায় যদি কেউ কারও কাছে পানি চাইতো আর কেউ যদি তা না দিত, তখন যে পানি চাইতো সে-যে পানি না দিতো তাকে ভয় দেখাইতও এই বলে 'মরার সময় কিন্তু পানি পাবি না', এই ভয়ে কেউ মানা করত না, সবাই সবাইকে পানি খাইতে দিত।
কিন্তু ইদানিং মানুষ যে হারে আইসিইউ-তে মারা যাচ্ছে কেউই তো পানি খাওয়ার অবস্থায় থাকে না তখন! আমি সারা ছেলেবেলা এই ভয়েই মানুষরে পানি খাইতে দিছি যেন, মৃত্যুকালে পানি পাই। কিন্তু কার কপালে কি আছে কে জানে?
©somewhere in net ltd.