![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; আহা! কি সুন্দর বাতাস! বসেই ঘুম চলে আসে। চারপাশের চ্যাঁচানো/গ্যাঁজানো মানুষগুলোও চুপ। শুনশান নিরবতা, সকাল ১১ টায় বাসের ভেতরের অবস্থা। পূর্ব ঘটনা সকাল ৯ টায় মাত্র বাসে চড়া। সকাল ১০টায় বাসে বসা, ১১ টায় টা ও বসা। এ বসে থাকার যেন কোন শেষ নেই! ওদিকে সামনে দিয়ে লাল, নীল, হলুদ বাতি জ্বালিয়ে গগন বিদারী সাইরেন ফাটিয়ে মাঝে মাঝে 'তেনারা' কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সাঁই, সাঁই ছুটে চলেছেন। আহা, কি নির্মল বিনোদন। ক্ষুধারত কালে ভদ্রে অপরের খাওয়া দেখলেও আনন্দ পায়!!
অতঃপর 'তেনারা' অফিসে যান। তাদেরকে দেশের বাবা,মা,কন্যা,নাতি, ম্যাডাম ইত্যাদি মানুষেরা প্রশ্ন করেন, 'কি হে রাস্তায় জ্যাম কেমন?' 'তেনারা' উত্তর দেন, 'জ্যাম, কুছ ভি নেহি!, সব শালা ফাঁকিবাজের দল!! এদের দিয়া কি দেশের উন্নতি সম্ভব? ছিলি পিপল! হুদাই খালি আমাদের দুষ দেয়! খেলব না।'
মহান আল্লাহ তা'আলা যদি মনে মনে পাপ করলে শাস্তি দিতেন, তবে মনে মনে এত্ত গুলা গালি দেয়ার জন্য ধ্বংস হইয়া যাইতাম। (ইহা গতকালের বাসি স্ট্যাটাস, আজকে ঘর থেকে এখনও বাইর হই নাই!)
©somewhere in net ltd.