![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; ইহা কুরবানির মত একটি বিশেষ সময়ে কুরবানির টপিক ছাড়া অফ টপিকে একটি গেটিসমূলক স্ট্যাটাস।
তিনটা মিথ আমার জীবনে খুব কাজ করে। ১, ডান হাত চুলকানো। ২, বাম হাত চুলকানো। ৩, রাতের ঘুমে, স্বপ্নে সর্প দংশন। এই তিনটা বিষয়ের প্রচলিত মতবাদ আমার জীবনে 'ফ্রুটিকা'র' মতই সত্য। ডান হাত চুলকাইলে আমার হাতে টাকা আসে। বাম হাত চুলকাইলে আমার পেটের সিস্টেমে ইন্টারাপশন ঘটে। এবং স্বপ্নে সর্প দংশন করিলে নিশ্চিতভাবে দুঃসংবাদ পাই। ইহার কোন ব্যাতিক্রম নাই।
গতকাল স্বপ্নে সর্প দংশিত হয়েছিলাম। এরপর তো সারাদিনই অপেক্ষায় ছিলাম কখন যেন তাইরে নাই রে নাই রে না হয়ে যায়! দিন শেষে বহুত দুঃসংবাদ!! এর মাঝে বড় ভাইদের রুঢ় এবং নির্মম আচরণ অন্যতম। তবে পিরামিড সমান দুঃসংবাদ এই যে, ছোটবেলা থেকে আমাকে বিবাহ করতে চাওয়া একমাত্র বড় নারীটির আগামি ১৪-০২-২০১৪ তারিখে বিবাহ দিন ধার্য হয়েছে। মানুষ হিসেবে ইহা আমার কাছে দুখঃখময়! মানুষজন কেন যে আমাকে প্রথমে তরল ও তার পরে কঠিন অবস্থায় আবিস্কার করে!! আল্লাহ মালুম। অতঃপর তারা বায়বীয় পদার্থ হয়ে যায়।
©somewhere in net ltd.