![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; বাজার জিনিসটা আমাকে করতে হয়না আমার মায়ের কারনে। তিনি আমাকে বাজার করতে দেন না এই কারনে না যে তিনি নিজ হাতে বাজার করতে চান, বরং এই কারনে যে আমি গড়াগড়ি করতে করতে যতক্ষণে বাজারে যাব, ততক্ষণে হয়ত সেই জিনিষের প্রয়োজনই আম্মার আর থাকবে না।
এই বাজারে একটা জিনিস আমার খুব ঘাপলা লাগে, সেইটা হল কেজি আর গ্রামের হিসাব। হয়ত গিয়ে ১ কেজি আলুবখারার দাম জানতে চাইলাম যেইটা আসলে গ্রামে কেনা উচিৎ বা গ্রামে কেনা স্বাভাবিক। কারন দাম কম হইলে কেজিতে হিসাব করে সুবিধা আর বেশি দামি হইলে গ্রামে হিসাব করাটাই সুবিধা।
সেই সুত্র অনুযায়ী বলা যায় যে, এই হরতালে আমাদের এলাকায় কয়েক কেজি ককটেল ফুটছে! ককটেলের দাম মনে হয় খুব সস্তা যাইতেছে, তাই যারা ফুটাইতেছে তারা গ্রাম দরে না কিনে কেজি দরে কিনে ফুটাইতেছে!!! বাজারে এই হারে পেঁয়াজও দেখা যায় না মনে হয়! বিচিত্র!
©somewhere in net ltd.