![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; ইহা একটি সম্পূর্ণ আনঅফিসিয়াল ফিকশান মূলক স্ট্যাটাস।
আমাকে যদি কেউ কক্ষনও জিগ্যেস করে, 'কি ভাই, মুবাইলে এত টাকা বেশি কাটে ক্যান?' আমি তখন তাকে জবাবে বলি, 'ভায়া এত টেনশন করেন ক্যা? কয়দিন পরে দেখবেন টকটাইমের সাথে লুঙ্গিও ফ্রি দিবে। ওয়েট করেন। তারপর সেই লুঙ্গিতে আপনি আলকাতরাও নিতে পারবেন' উত্তর টা নিতান্তই লুলায়িত ছিল।
কিন্তু কয়েকদিন ধরে একটি বিজ্ঞাপন দেখতে পারছি। এক মুবাইল অপারেটর ৫৮ টাকার কার্ডে ৭৫০ টাকার ও বেশি বোনাস দিচ্ছে। শুধু তাই না, সাথে আছে 'ফ্রুটু' অথবা 'সাকিবের পাউয়ার'!!! যদিও বিশদ আমি জানিনা, কিন্তু মনে হচ্ছে সে দিন আর বেশি দেরি নাই। লুঙ্গি নেয়ার জন্য প্রস্তুত হন :পি
©somewhere in net ltd.