![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; ছোটবেলায় আমাদের পাশের বাসায় আমার এক মোটাসোটা বন্ধু থাকত। প্রায়ই তার সাথে আমার টুকটাক ঝগড়াঝাটি হইত। তার মাথায় দুষ্টু বুদ্ধিও আল্লাহ একদম টইটুম্বুর করে দিয়েছিল। সে প্রায় সময়ই আমাকে মেরে আরেকজনের পিছনে গিয়ে লুকাইত।
মহা মুশকিল! আমি যদি তারে মারতে চাইতাম তবে মাইর লাগত সেই মধ্যবর্তি ছাওয়ালের গায়ে! কি মুশকিল। মাঝখান থেকে যে মাঝে থাকত সে দুই পক্ষেরই মাইর খাইত!!
আমাদের জনগনের অবস্থা হল এখন সেই রকম। দুই দল ছোঁয়া-ছুই খেলে। মাঝখান থেকে কিল-গুতা আমরা খাই! বলি, মানুষ যখন রাস্তায় পুড়ে তখন তোমরা কি 'মানুষ কেন পুড়ে' এই শীর্ষক টক-শো'ই করতে থাকবা?
ক্ষমতা নিবা তোমরা দুইজন
সুবিধা নিবা তোমরা দুইজন,
দুর্নীতি করবা তোমরা দুইজন!
তা মরবার বেলায় আমরা মরব কেন?
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই আমার ভোটটা আমি না দিলে সেইটা যে না দেয়াই থাকবে তার নিসছয়তাপাব কোথায়?
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: হুম কথা সবার বেলা তাই
এবার ক্ষমতা আর নির্বাচন দুটুই বর্জন চাই