![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; একটা কৌতুক শুনেছিলাম, 'কখনও মেয়েদের জানতে যেও না, মেয়েরা মেয়েদের জানে-বোঝে এবং তারা একে অপরকে ঘৃণা করে।' কথাটা নিতান্তই প্রচলিত একটা কৌতুক। ইদানিং আমার এক বড়-ছোট-মাঝারী আপু(আপু আমার চেয়ে বড়ও হইতে পারে, ছোটও হইতে পারে আবার সমবয়সীও হইতে পারে, আমি ঠিক সিউর না!) একটা কম্পিটিশনে নেমেছেন। প্রতিযোগিতায় তাকে তার পছন্দের একটা ড্রেসে 'লাইক' অর্জন করতে হবে। যদি তার পছন্দ করা ড্রেস সব থেকে বেশি লাইক পায় তবে তাকে সেই ড্রেসটা দেয়া হবে।
শখের দাম লাখ টাকা। শখ সব সময় শখ-ই, শখ কখনও সারিকা হতে পারবে না। তাই শখের কথা বাদ দিয়া আমি আপুকে বললাম, 'আপু, ড্রেসটা জিতলে আপনি কি করবেন?' তিনি বললেন, 'ভাইয়া জানি না।' আশা করি ড্রেসটা জিতলে উনি উহাকে বাধাই করে বাসার ড্রইং রুমে রাখবেন না।
মেয়ে জাতি বড়ই রহস্যময়! তার কি চায়, কেন চায় তারা জানে না। যাহা চায় তাহা পায় না, আর যাহা পায় তাহা চায় না টাইপের। যাই হোক আমি ওনাকে বলেছি যে আপু, আমি চেষ্টা করব যাতে আমার বন্ধু-বান্ধব আপনার পোস্ট এ 'লাইক' দেয়। আমি অবশ্যই 'আমি একটি পোস্ট, আমাকে লাইক দিন' এইভাবে পোস্ট দিয়ে সবাইকে অনুরোধ করব। ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন।
যাই হোক আপনাদের মুন চাইলে লাইক দিবেন, না মুনচাইলে নাই। ত্যাল মারবার পারতাম না :p
নিয়মাবলিঃ ১) আপনার পিসি খুলুন এবং ফেসবুকে লগ ইন করুন।
২) নটিফিকেশন চেক করুন।
৩) মেসেজ চেক করুন।
8) স্ট্যাটাস আপডেট দিন, চ্যাট করুন। বন্ধুদের ছবিতে লাইক দিন।
৫) Click This Link
এই লিঙ্কে যান, সুন্দর একটা নীল জামা পরিহিতা আপু'র ছবি দেখুন। দেখতে বড়ই সৌন্দর্য। 'এরপর পারিসা আপু 'র সালাম নিন, ছবিতে একটা লাইক দিন'
৬) এরপর ফেসবুকে লগ আউট দিয়া কাজে যান, ধন্যবাদ, ভাল থাকুন
১৩ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
ভিজ্যুয়ালাইজার বলেছেন: জনাব অনুরোধে ঢেঁকি কাজ থাকলেও গিলতে হয়, না থাকলেও গিলতে হয়।
©somewhere in net ltd.
১|
১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪
হেডস্যার বলেছেন:
ধূর মিয়া !! কাম নাই?