![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; আমার বাবা ভোজনরসিক ছিলেন। তিনি খাইতে ভালবাসতেন। জীবনে অনেক কিছুর সাথে তিনি বেশ কয়েকবার 'ধরা' ও খেয়েছেন। তার একটার অন্যতম হল শেয়ার মার্কেটে। তার জীবনের শেষভাগটায় আমি তাকে দেখতাম টিভি'র সামনে বসে কি কি যেন ডায়রীতে লিখছেন। খুব মনযোগ দিয়ে হিসাব নিকাশ করছেন। বাসায় বসে ছোট ব্যবসার পরিকল্পনা নিশ্চিত। ১৯৯৬ তে তিনি একবার এই জায়গায় 'ধরা' খেয়েছিলেন। তারপর থেকে আম্মা শেয়ারমার্কেটের কথা শুনলেই বাবা'কে বারবার পুরানো কথা মনে করিয়ে দিতেন। আমার বাবা এমনিতেই খুব সাবধানী মানুষ ছিলেন। আর তার জন্যই বোধহয় তিনি বারবার একইভাবে 'ধরা' খেতেন। অবশেষে জীবনের শেষভাগে এসে ২০১০ সালে তিনি আবারও শেয়ারবাজার এ ধরা খেলেন।
নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভাল, এটা ছিল বাবা'র কমন একটা ডায়লগ। আর তাই তার লাখ চারেক টাকার শেয়ারের মূল্য এখন মাত্র ২০ হাজার টাকা। ব্যবসায়ী আর তার হয়ে ওঠা উঠল না(!) কষ্ট তিনি পেয়েছিলেন। সেই কষ্টে বারংবার ২টা কথা বলতেন আমাকে-
তোর আম্মাকে শেয়ারবাজারের এই কথা বলিস না।
জীবনে কখনও ব্যবসা করিস না।
বাবা'র কথা রাখার চেষ্টায় আছি। কিন্তু গত পরশুদিন একটা ঘটনা দেখে মেজাজ খারাপ হয়ে গেল। জনৈক খ্যাতিমান ব্যবসায়ী, যিনি শেয়ার বাজার ধস এবং ঋণখেলাপি হিসেবে সুপ্রতিষ্ঠিত। যার নামে সালমান থাকা সত্ত্বেও তিনি 'খান' নন। সেই ব্যক্তি 'সাদা পতাকা' নাড়তে নাড়তে বক্তৃতা দিচ্ছেন,
'আপনার যদি এইরকম অসুস্থ রাজনীতি করেন, তাহলে আমরা ব্যবসায়ীরা সবাই রাস্তায় বসব'(!!)
তার বক্তৃতা শুনে আমার তাকে অসুস্থ মনে হইছে। আমি মনে করি নিশ্চিতভাবে রেব ১ এ খবর দেয়া দরকার। আমি তাকে আরও বলতে চাই,
'খামোশ (!) চুম্মা দিয়া কলিজা বাইর কইরা ফালামু' (এইটা একটা জনপ্রিয় বাংলা ছবির ডায়লগ।) শেয়ার বাজারে যে কত হাজার/লক্ষ ব্যবসায়ী ধ্বংস হইছে তাতে বেটা তোর কিছু হয় নাই?
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৩
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ধন্যবাদ আপনার কনসারনের জন্য। আমার বাবাকে আসলে বলা সম্ভব না। দীর্ঘদিন রোগে ভুগে উনি দেড় বছর আগে আজিমপুরে স্থায়ী বাসা নেন
২| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: 'আপনার যদি এইরকম অসুস্থ রাজনীতি করেন, তাহলে আমরা ব্যবসায়ীরা সবাই রাস্তায় বসব' কেউ আমারে মাইরা ফেল্যা ।
আপনার বাবা জন্য মাগফিরাত কামনা করছি।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩১
ভিজ্যুয়ালাইজার বলেছেন: ভাই এইটাই দুঃখ। ইউনুস সাহেব সুদ খান আর যাই করেন গ্রামের প্রতন্ত অঞ্চলে 'গ্রামীণে'র অবদান অনেক। সেখানে তার পিছনে ঠিকী লেগে আছে কিন্তু সালমান চাচ্চু ঠিক ই পার হয়ে যাচ্ছেন।
ধন্যবাদ। আমার বাবা'র জন্য সব সময় দোয়া রাখবেন। ইনফ্যাক্ট পৃথিবী থেকে চলে যাওয়া সব বাবার জন্য।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৩
ঘর জামাই বলেছেন: বাংলাদেশ বলেই সালমানরা এভাবে কথা বলতে পারে । আর তাদের জন্যই বাংলাদেশ ।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
ভিজ্যুয়ালাইজার বলেছেন: এইটা ঠিক কথা। এদেশের কিছু মানুষ আছে যাদের গলা এত্ত বড়। কথায় আছে না চোরের মায়ের বড় গলা !
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
জনাব মাহাবুব বলেছেন: তোর আম্মাকে শেয়ারবাজারের এই কথা বলিস না।
জীবনে কখনও ব্যবসা করিস না।
এই কথাটির মাঝে একটি দীর্ঘশ্বাসের শব্দ পেলাম। এই কথাটির মাঝেই তার হৃদয়ের গভীর বেদনা অনুভব করলাম।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮
ভিজ্যুয়ালাইজার বলেছেন: আমি তার চেয়েও কষ্টে আছি রে ভাই। এই জিনিষ নিয়া তিনি যে একটা কষ্ট চেপে রেখেছিলেন তা আমি বুঝতে পেরেছি কিন্তু কিছু করার ছিল না। আর তিনি ও কখন ও বলেন নাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৮
পাঠক১৯৭১ বলেছেন: আপনার বাবা ২০ হাজার টাকা দিয়ে একটা বন্দুক হয়তো পাবেন, উনাকে বলবেন মুহিত ও সালমানের সাথে বন্ধুত্ব করতে।