নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

পাঁচ বছরে সম্পদ পাঁচ গুণ!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭

; জি আপনি ঠিক শুনছেন। বিগত পাঁচ বছরে আমার সম্পদ ফুলে ফেঁপে ৫ গুণ। আমি ঠিক হিসাব রাখি নাই, ১০ গুণ ও হইতে পারে!



আশ্চর্য হচ্ছেন? না রে ভাই তেমন কিছু না। অতীতে সম্পদ বলতে আমার একটা 'ভুঁড়ি' ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে কি না বলতে পারতেছি না। বিবাহ করলে, ছবি ভাল আসার জন্য ভুঁড়ি কমানোর কিঞ্চিৎ প্ল্যান আছে। তবে যা বলছিলাম, ভুঁড়ি আমার দিন কে দিন বেড়েই চলছে। বড় বেয়াড়া মশায়! এই সম্পদ বেড়েছে দেখে এবার নির্বাচন কমিশন ও আমাকে নির্বাচন করতে দেয় নাই। শুনতেছি খুব শিঘ্রই দুদক এবং রাজস্ব বিভাগ আমারে নিয়া বিচারে বসবে!



তবে মাল মামা আমাকে নিয়া ঠিক কথাই বলেছেন। তিনি শুধান , খাওয়ার ক্ষমতা থাকলে সম্পদ(ভুঁড়ি) বাড়বে এটাই স্বাভাবিক। শুধু কাজে তার কথা নিয়া সংবাদ মাধ্যম নিন্দা চর্চা করছে! এমনেতেই লোকটা নিজ সচিবালয়ের লিফটে উঠতে পারেনা বলে শুনেছি। লোকে বলে সেখানে নাকি লেখা আছে 'মাল, বহন নিষেধ।' দুষ্টু আর দুষ্টু।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ;) ;) ;) ;) ;)

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

ভিজ্যুয়ালাইজার বলেছেন: আমি ও একটু হাসলাম :দ

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

এম এ কাশেম বলেছেন: মজা পাইলামরে ভাই.....................

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

ভিজ্যুয়ালাইজার বলেছেন: মজা দেয়ার জন্যই লেখা জনাব

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

পাঠক১৯৭১ বলেছেন: আসলে, ক্ষমতাশীলরা অনেকে নিজের সম্পদকে ১০০ থেকে হাজার গুণও বর্ধিত করেছে।

গড়ে ৫ গুণ করেছে হয়তো বিএনপি ও জামাত।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

ভিজ্যুয়ালাইজার বলেছেন: কথা সত্য

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: ৫ গুন কথাটি হাস্যকর। ৫ হাজার গুন হইতে পারে!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১

ভিজ্যুয়ালাইজার বলেছেন: এর হিসাব না ও থাকতে পারে। হয়ত নিজেরাই জানেনা কত বাড়ছে!

৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২

বেলা শেষে বলেছেন: যুদ্ধের দেশে কবিতা শিরোনামহীন
অথচ কালি ছিল না তাই চোখের কলমে
রূপ দিয়েছিলাম শব্দের
হরিণমায়ায় ঢেলে দিয়েছিলাম প্রে.ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.