![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; প্রমিস একটি ভাংবার বিষয়! ইহা ছুড়ে ভেঙ্গে গুড়ো গুড়ো করতে আমাদের পাবলিক প্লেসে নাক গুঁতানোর মতই আনন্দ লাগে। যিনি কাজটি করেন তিনি তাতে ব্যাপক আনন্দ পান, কিন্তু যাদের সাথে বা সামনে কাজটি করেন তারা ব্যাপক বেদনা অনুভব করে।
একটা প্রমিস ভাঙ্গার ঘটনা বলি। সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। রাতের খাবার টেবিলে বাবা আমাকে বললেন, 'শুন তুমি এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মাঝে মাঝেই দেখবা তোমার বন্ধু বান্ধব তোমাকে ডেকে রাস্তার পাশের দোকানে অথবা ক্লাশের চিপায় নিয়া যাবে। গিয়া বলবে নে ধর, সিগারেটে দুইটা টান দে। এইসব পোলাপানের সাথে চলবানা। ওরা বেয়াদপ।' কথা শুনে আমার খাওয়া বন্ধ হয়ে হেঁচকি ওঠার উপক্রম হয়েছিল। কারন তার অনেক দিন আগে থেকেই আমার কম বেশি ধূম্রশলাকার সাথে বন্ধুত্ত হয়ে গিয়েছিল কিন্তু তবুও মাথা নেড়ে উত্তর দিয়েছিলাম, 'জি বাবা, আমি খেয়াল রাখব।' সেই প্রমিস আর রাখতে পারি নাই। এইরকম কত প্রমিস যে মাথার ভেতর থেকে শয়তানের প্রোরচনায় উবে গেছে তার হিসাব নাই!
সেইদিন কিশোর আলোতে একটা আর্টিকেল পড়লাম। আর সেটা অনুযায়ী আজকে মানে ১৭ জানুয়ারি হল 'হেপি নিউ ইয়ার রেজ্যুলেশন ব্রেকিং ডে!' পরিসংখ্যানে দেখা যায় যারা নিউ ইয়ারে কোন রেজ্যুলেশন করে, তারা এই দিনের মাঝে তা সব গিলে খেয়ে বসে থাকে। যা রটে তার কিছু তো বটে! আমার যা রেজ্যুলেশন ছিল তা সব ২ জানুয়ারিতেই ভঙ্গ হয়ে গেছে! তবুও অফিশিয়াল ডে তাই সবাইকে অফিশিয়ালি উইশ করলাম আর কি।
বিঃদ্রঃ আমি মনে প্রানে এখনও কিশোর তাই কিশোর আলো পড়ি ঃপি।
©somewhere in net ltd.