নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই ভিজ্যুয়ালাইজ রিয়্যালিটি!

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

ভিজ্যুয়ালাইজার

- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।

ভিজ্যুয়ালাইজার › বিস্তারিত পোস্টঃ

একটি ভিআইপি গাড়িবহর এবং আমার না বলা প্রেম!

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

; ওগো শুনছ,



তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন ছিল খুবই অপ্রস্তুতকর একটা দিন। চারিদিকে ভারী পরিবেশ তার মাঝে তোমার রোদচশমা পড়া চোখ। যদিও দেখতে পারিনি সে চোখ কিন্তু বেশ বুঝতে পেরেছিলাম তোমার ঐ তীক্ষ্ণ চাহনি। খোলা চুলের দোলায় যদি সবারই মন দোলে তবে সেদিন আমার মন গলেছিল তোমার সেই 'ঘোড়ার লেজে'র' মত ঝুটি। কি অদ্ভুত! কালো পোশাকে তোমার দ্যুতি যেন আরও ঠিকরে বের হচ্ছিল! সেই শুরু, সেই থেকে তোমার প্রেমে।



কিন্তু তাই বলে কি এইভাবে কষ্ট দেবে? তোমার সাথে না হয় থাকে বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মানুষেরা, কিন্তু তাই বলে কি আমার সময়ের কোন মূল্য নেই? আমি কি এতই ফেলনা? তোমার তো আকাশে উড়ে যাওয়ার ক্ষমতাও আছে তবে খামোকা আমাকে থামিয়ে কি লাভ বল? তোমারে সাথে যারা থাকে তাদেরকে নিয়ে যাওনা উড়ে 'হেলিকপ্টারে।' তোমার তো আর হেলিকপ্টার ব্যবহার করলে টাকা দিতে হয় না। কিন্তু তুমি যখন রাস্তায় আমাকে থামিয়ে দিয়ে তোমার কাছের মানুষগুলোকে নিয়ে চল, তখন বিশ্বাস কর কত যে লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতে হয় আমাকে তার কোন ইয়ত্তা নাই! ২ ঘণ্টা'র রাস্তা ৪ ঘণ্টাতেও পার হতে পারি না। তুমি তো হনহন করে চলে যাও। কিন্তু আমার কি আর একা একা বসে থাকতে ভাল লাগে?



কখনও তো তোমার মুখের উপর বলতে পারব না, কি জানে বললে আবার নিজেকে থানায় আবিস্কার করতে হয় কি না! তাই ঘুরিয়ে পেঁচিয়ে বললাম আর কি!



বিঃদ্রঃ উপরের চিঠিটি বাংলাদেশের সকল এসএসএফ নারীদের উদ্দেশ্যে লেখা। আপনাদের অনেক প্রশংসা করছি প্লিচ আমারে বাটি চালান দিয়েন নাহ!!



পুনশ্চঃ মুড়ি একটি কার্বোহাইড্রেট যুক্ত খাবার। ইহা খুবই স্বাস্থ্যকর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.