![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
; একজন মানুষ তার জীবনে এট বেস্ট ৭ বার অস্বাভাবিকভাবে আশ্চর্য হতে পারে। সে একবার জন্মের সময় এই পৃথিবী দেখে আশ্চর্য হয় আর আরেকবার মৃত্যুর সময় এর সহজ স্বাভাবিক প্রক্রিয়া দেখে আশ্চর্য হয়।
বাদ বাকি থাকে ৫ বার। এই ৫ বার আশ্চর্য হয় তার সারা জীবনটা জুড়ে।
আমার ভ্রাতা Shahriar Ahmed Ananda মানুষকে আশ্চর্য করার দারুণ এক পথ বের করেছেন। +972828***** এই নাম্বারটা গাযার। শেষ ৫ ডিজিট র্যানডম ডায়াল করলে কোন না কোন গাযাবাসিকে পেয়ে যাবেন। তাদেরকে ফোন করে অথবা এসএমএস দিয়ে ঈদ মোবারক জানালে কেমন হয়? ফেসবুকে জানাতে পারলে সব জায়গায়ই জানাতে পারার কথা, তাই না?
আপনি কাউকে ঈদ মোবারক জানাতে পারেন কিংবা না ই পারেন, ঈদ কিন্তু আসবে। কারও কারও শেষ ঈদ ও হইতে পারে আবার আমরা কেউ কেউ আরও অনেক ঈদ হয়ত পাব। যেটাই হোক না কেন, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সবাইকে হায়াত দিন।
©somewhere in net ltd.