![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- হোঁচট খেয়েছি ঠিকই, কিন্তু থেমে যাইনি , হেরে যাব বলে তো, আর স্বপ্ন দেখিনি।
তুমরা যারা ক্রিকেট খেল,
প্রিয় মাশরাফি এন্ড গং, সারাদিন ব্যাট, বল আর তুমার লিগামেন্ট ছেঁড়া পা নিয়ে দৌড়াদৌড়ী করলেই ক্রিকেট খেলা হয় না। ইহার জন্যে বিশেষ ফিক্সিং১০১ কোর্স করতে হয়। কেন, ছোট বেলায় পড় নাই?
এ ফর একটু চুরি
বি ফর বড় চুরি
সি ফর সিঁধ চুরি
ডি ফর ডাকাতি চুরি
এগুলা পড় নাই দেইখাই তো, দেশের শিক্ষার মান কইমা যাইতেছে!
তুমরা এগুলা বাদ দিয়া কেবল কলিজা বাইর করে খেললেই হবে? তবুও যা তামিম কে দিয়া আশা করছিলাম যে ও মাঠে ঘাটে এত্ত পটানোর কথা বলে, সো কোন একটা ব্যবস্থা তো করতেই পারবে!
কিন্তু না! তা ও হইল না। বেচারা অ্যাম্পায়ারদের কি দোষ? পুরা ম্যাচ জুড়ে বললা ধরে দিবানি কিন্তু কোন কিছু তো দেয়া-নেয়ার নজির চোখে পড়ল না! বাংলাদেশে এই নেয়া-দেয়া শেখার জায়গা কি কম আছে?
আস, বাংলাদেশে আস। নীলক্ষেত থেকে ১০_দিনে_ম্যাচ_ফিক্সিং_শিখুন বই কিনে দিবানি।
২| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১
ঘুমখোর বলেছেন: ভালো।
৩| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: আস, বাংলাদেশে আস। নীলক্ষেত থেকে ১০_দিনে_ম্যাচ_ফিক্সিং_শিখুন বই কিনে দিবানি।
৪| ২০ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৭
বদিউজ্জামান মিলন বলেছেন: আস, বাংলাদেশে আস। নীলক্ষেত থেকে ১০_দিনে_ম্যাচ_ফিক্সিং_শিখুন বই কিনে দিবানি।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৪২
ল্যাটিচুড বলেছেন: দেওয়ার - তা দেয়া হয়েছে । সারা পৃথিবী দেখেছে কি হয়েছে আমাদের সাথে।
এই দিন দিন না আরো দিন আছে -
মাঠে দেখা হবে আবারো - প্রস্তুতি থাকবে ১৪জনের সঙ্গে লড়ার ।
দিবানে তখন ধরে দিবানে .......