![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৪ অগাস্ট ২০১৩ ইং তারিখে আম্মানসূরা নামক একজন ব্লগার "মুক্তিযুদ্ধের বীভৎস হামলার শিকার মমতাজের জন্য একটু মমতা হবে কি?????" নামক একটি পোস্ট করেন। যা আমাদের হৃদয়কে নাড়া দেয়। এই পোস্ট এর সত্যতা যাচাই করার জন্য এই পোস্ট এর ভিত্তিতে আমরা বাংলা নিউজ ২৪ ডট কম থেকে আমরা মূল সংবাদ খুঁজে বেড় করি। এবং বাংলা নিউজ ২৪ এ যোগাযোগ করে আমরা সেই সাংবাদিক এর মোবাইল নাম্বার নেই। তারপর আমরা তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমরা আজ ২৯ অগাস্ট ২০১৩ ইং তারিখে মমতাজ বেগমের বাড়িতে যাই। যাবার সময় লতিফপুর গ্রামের মহিলা মেম্বার কে সাথে করে নিয়ে যাই।
আমরা গিয়ে দেখি তিনি শুয়ে আছেন। আমাদের দেখে তিনি উঠে বসলেন। বললাম কেমন আছেন? কিন্তু তিনি কানে এখন আর আগের মত শুনতে পান না। এই সমস্যার পর থেকে তিনি কানে কম শুনেন। তাই মেম্বার উনাকে জোরে বললেন আমার কথা। তিনি আমাকে দেখে কান্না কান্না কণ্ঠে বললেন ভাল আছেন। তারপর পাশের বাড়ির একজন লোক আসলো তার কাছে জানতে চাইলাম তাদের হাল অবস্থা সম্পর্কে। তিনি বললেন মমতাজ বেগমের স্বামীর বাড়ি এটা। তাদের কোন জমি জমা নাই। তবে দুটা গরু আছে। যা রমিজ উদ্দিন দেখা শুনা করে। তিনি অন্য মানুষের জমিতে দিন মুজুর হিসেবে কাজ করে। দিনে ২-৩শ টাকা করে পায়।
তারপর বললাম রমিজ উদ্দিন কোথায়? তখন একজন বললেন তিনি সরকারি চাল আন্তে গেছেন। আজ চাল দেওয়ার কথা। তাই তিনি কাজে যাননি। কাজে গেলে হয়ত তিনি ২-৩শ টাকা আন্তে পরতেন। কিন্তু আমার সাথে বসে থাকা মেম্বার বলছেন আজ নাকি চাল দিবে না। আমি শুনে আবাক হলাম। তার আগে বলি আমি যেই পথ দিয়ে তাদের বাসায় গিয়েছি সেখানে গুসিঙ্গা নামক স্থানে চাল দেওয়ার কথা ছিল। সেখান থেকে মমতাজ বেগমদের বাড়িতে গেলে ১৫ টাকা ভাড়া লাগে। যেহেতু তিনি চাল পান নি তাই তাকে খালি হাতে ফিরতে হয়েছে। এক দিকে তিনি চাল পান নি অন্য দিকে তার কাজ করার ২-৩শ টাকা হারাতে হল তাছাড়া ভাড়া গুলো অজথায় গেল। এর মদ্ধেই মেম্বারকে আমার ফোনটা দিলাম রমিজ উদ্দিন কে ফোন দেওয়ার জন্য। তারপর মেম্বার বলল তার নাকি কি কাজ আছে তাই সে চলে গেল।
প্রায় ৩০ মিনিট পরে রমিজ উদ্দিন এসে হাজির হল। প্রথমে এই মহৎ বাক্তিকে যেমন ভেবেছিলাম ঠিক তার চেয়েও অনেক ভাল। এত কষ্ঠের পরেও তিনি হাসি ছাড়া কথাই বলতে পারেন না। তার মুখে শুনতে পেলাম গত রোজার কিছু দিন আগে ২৯ তারিখ মমতাজের খুব বেশি সমশা দেখা দেয় এবং অচেতন হয়ে যায়। তার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ক্মপ্লেক্স এ ভর্তি করা হয়। কিন্তু ৩দিন পরে তাকে ঢাকা পাঠানোর কথা বলে কিন্তু যে রমিজ উদ্দিন দিন এনে দিন খায় তিনি কি করে ঢাকা নেওয়ার টাকা যোগার করবে। তখন শ্রীপুর থানা নির্বাহী কর্মকর্তা তাকে ঢাকা পাঠানোর বেবস্থা করেন। ঢাকা শহীদ সোহরাওয়ারদী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৭ দিন থাকার পর মোটামোটি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এর আগে যেহেতু ৭ বার অপারেশন করা হয়েছে তাই আসলে বলা মুশকিল যে কখন তার এই সমস্যা দেখাদেয়। মমতাজ বেগমকে শহীদ সোহরাওয়ারদী হাসপাতালের ডাক্তার মা বলে ডাকতো তাই তাকে ভাল মানের চিকিৎসা করেছেন। বলে বলছেন মমতাজ বেগম।
আমাকে দেখে তিনি খুব খুশি হলেন। তিনি বললেন মমতাজ বেগম কে নিয়ে অনেক বড় বড় সংবাদপত্র সংবাদ প্রকাশ করেছে কিন্তু তাতে কোন লাভ হয় নি। তিনি আরও বললেন মমতাজ বেগমের গাঁটা কদিন পর পর সমশা দেখা দেয়। তাই প্রতিনিয়ত ঔষধ খাওয়ার উপর থাকতে হয়। তিনি যত দিন বেচে থাকবেন ঠিক তত দিন তাকে এই সকল ঔষধ খেতে হবে। তাই তাদের অনেক টাকার প্রয়োজন। কোন কোন সাংবাদিক মমতাজকে দেখতে গেলে হয়ত ৫০০ কিংবা এর চেয়ে কম বা বেশি টাকা দিয়ে আসেন। তাদের দুঃখ দেখে। কিন্তু আমি তাদের কিছু দেইনি কারন আমার টাকা দিয়ে হয়ত কিছুই করা সম্ভব নয় কিন্তু আমরা সবাই যদি তাকে সাহায্য করি তবে হয়ত রমিজ উদ্দিন কে অন্যের খামারে কাজ করতে হবে না। আমি সেখান থেকে চলে আসেছি বলেছি যদি আপনাদের জন্য কিছু করতে পারি তবেই আবার আসবো। আমি না সাথে থাকবে আমাদের সাথে থাকা সকল সাহায্য করি। তিনি আমাকে খাওয়ানোর জন্য অনেক বললেন কিন্তু আমি মনে মনে বলেছি আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি তবে আবার এসে খাবো। তারপর তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাড়িতে। তবে নিয়ে আসলাম তাদের কিছু কষ্ঠ...
আমি আম্মানসূরাকে অনুরোধ করবো আপনি যেহেতু এমন একটা কাজ শুরু করেছেন তাই আপনিই ভাল করে একটা সাহায্য পোস্ট করুন। আর এব্যাপারে যে কোন সহযোগিতা আমি করবো।
আর যারা যারা মমতাজ বেগম কে সাহায্য করতে চান তাদের বলছি আমরা এখনো নিজ দায়িত্বে প্রচারণা করছি। আরও বেশি মানুষ যদি আমাদের সাথে যোগাযোগ করে তবে আমরা সাহায্য পাঠানোর বেবস্থা বলেদিব। একটু কষ্ঠ করে অপেক্ষা করুন। কারন আল্প মানুষের টাকা নিয়ে আসলে তাদের জন্য বেশি কিছু করা সম্ভব না তাই আমরা চাই আরও অনেকে আমাদের সাথে আসুক আর আমরা সবাই তাদের জন্য এগিয়ে আসি। আর মমতাজ বেগমকে নিয়ে যদি কোন প্রকার তথ্য জানতে চান তবে ফোন করতে পারেন এই নাম্বারেঃ +৮৮০১৫৫৭৪২৫৩৪৬ আর আমরা ফেসবুক এ মমতাজকে নিয়ে কাজ করছি আপনি ইচ্ছে করেল পেজটি লাইক দিয়ে আমাদের সাথে অংশ গ্রহন করতে পারেন। পেজ লিংক হল এখানে ।
©somewhere in net ltd.