![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্পর্শের আড়ালে লুকিয়ে, তোমার কামুক উন্মাদায় মিশে উৎকর্ষ, সিমাহীন অন্তরায় বাহুবাঁধন মিলিয়ে যায় সৃষ্টির রহস্যে। দু-এক করে শারীরীক মধুক্ষণে উত্তেজিত মহামিলনে অতল সিহরণ। দ্বীপ্তির আলোক সমীকরণ উত্তেজিত দু-দেহ পরস্পরে নোঙ্গর করে দৈহিক উষ্ণতায়। একটি রহস্যচ্ছলে, প্রাণের স্পন্দন, ধাবিত হয় মহানুভবতা মহাজন। উত্তাল দেহতরঙ্গ মিতালি করে বাহুবন্ধনে। এক, একটি সেকেন্ড থেকে মহাকালের অন্তঃশীল কারাগারে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩
ভবঘুরে মানুষ বলেছেন: ধন্যবাদ ও অনাবিল শুভ কামনা...
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪১
রাজীব নুর বলেছেন: কিচু বুঝলাম না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৩
ভবঘুরে মানুষ বলেছেন: দাদা বলেছি মানব জীবনের চক্রকার যৌবন ও মধুলগন উষ্ণ আলিঙ্গনের কথা। ধন্যবাদ।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালের অন্তঃশীল কারাগারে বারবার স্বেচ্ছা কারাবরণ করি পরম সুখে!
তাইতো লালন গুরু কয়ে গেছেন-
যতবার করিবে হরণ ততবার হইবে জনম!
চক্রই বুঝলাম না- মুক্তির পথ খুঁজবো কোথা????
কাথামালায় ভাললাগা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৪
ভবঘুরে মানুষ বলেছেন: মানব জীবনের একান্ত ও আবেগী উষ্ণতায় মাখা মায়াবী আলিঙ্গন মমতার সক্ষিপ্ত সারমর্ম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১
প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ