![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টির মত হঠাৎ-ই এসেছিলে আমার জীবনে।
বলে ছিলে আর কিছু না পারি বন্ধু হয়ে বাকি জীবন পাশে থাকবে ।
না-ই-বা পারলাম তোমার হাত ধরে হাটতে।
তবুও যে তুমি পাশাপাশি হাটতে চাও এটাও কম কিসের?
অন্ততঃ চোখের না দেখার কষ্ট, কানের না শুনার ব্যাথাতো মিটবে!
কিন্তু হৃদয়ের জ্বালাতো মিটে না। মন কি কারো কথা শুনে?
এ বলে এটা কর, ও বলে ওটা কর না।
নিজের মাথা, বুদ্ধিতো অসহায় নিজের মনের কাছে।
কাকে বুঝাবো আমি? তুমিও বুঝলে না।
আমার ভুলকে অপরাধ হিসেবে নিলে, রাখলে না তুমি তোমার কথা!
আসলে তুমি যে কি চেয়েছিলে? বুঝিনি আমি। তুমিও বোঝাওনি আমাকে ।
কিন্তু আমি যে কি চেয়েছিলাম? তা তোমাকে বুঝিয়েছিলাম।
এটাও কি আমার অপরাধ? নাকি তোমার মনের ইচ্ছে ছিল অন্য কিছু?
জানতে চেয়েছিলে? দেখতে চেয়েছিলে? আমি তোমাকে এখনো ভালোবাসি কি না?
তুমি যদি কষ্ট পেয়ে থাকো, ক্ষমা করতে পারবো না নিজেকে।
নিজেকে নিজে কাঠগড়ায় দাঁড় করোবো।
সত্যি কি আমি তোমায় ভালোবাসি ?
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
ভোলামন বলেছেন: ধন্যবাদ, বংভূমির রঙ্গমেলায় ভাই !
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সুন্দর কবিতা।