![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতে তোমার সোনার চূড়ি, নাকে ছোট্ট একটা ফুল !
তোমায় ভালোবেসে আমি করিনিগো কোন ভুল !
ঐ কপালে নেইকো কোন টিপ, চোখে নেইকো কোন কাজল,
আমাকে দাও না ওগো তোমার ঐ ভালোবাসার আচঁল !
কেউ কি দেখেছে? কর্ণে সাজিয়েছো কি সুন্দর দুল !
খোলা হাওয়ায় উড়ছে তোমার ঔ দীঘল কালো চুল।
লিপিস্টিকবিহীন শুকনো ঠোটে কেমন করে রাখলে ওগো ঐ মায়াবী হাসি?
তাইতো তোমায় .....
আমি আজো এত ভালোবাসি।
©somewhere in net ltd.