![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে - তারাই মধ্যবিত্ত নামে পরিচিত। (কপি করা, কিন্তু কোথায় শুনেছি মনে নেই)
আত্মউপলব্ধি
নগণ্য এই ক্ষুদ্র আমি তিল কে করি তাল,
আমার এই অত্যাচারে সবাই বেসামাল।
নিজের ঢোল নিজেই পিটাই তাইতো আমি হিরো,
আসলে তো ঠুনকো আমি এক্কেবারেই জিরো।
আপনার কাছে যদিও আমার সাত খুন মাফ,
অন্যের ভুল ? বটেই সে তো মস্ত বড় পাপ!
আত্মমোহের এই গন্ডিতে আমি কতই খুশ!
হায় কি যে বোকা আমি! থাকত যদি সেই হুশ!
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
ভোরের বাতাস বলেছেন: আপনার অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ। ভালো লেগেছে জেনে খুশি হলাম
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৪৬
মরুচারী বেদুঈন বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার অনুকাব্য । তিলকে করি তাল ।প্রত্যেকটা কথা মনে বাজলো ।