নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ হতে চাই

নির্বোধদের সাথে কখনো তর্ক করা উচিত না, তারা প্রথমে তোমাকে নিজেদের কাতারে নামিয়ে আনবে এবং তারপর তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাকে তর্কে পরাজিত করবে - মার্ক টোয়েন।

ভোরের বাতাস

টাকা নামের এক মূল্যবান কাগজ দ্বারা চালিত এই পৃথিবীতে সব জায়গাতেই কেউ কেউ জিতে যায়, কেউ কেউ হেরে যায়। যারা জিততেও পারে না, হারতেও পারে না, মাঝখানে নির্লজ্জের মতো ঝুলে থাকে - তারাই মধ্যবিত্ত নামে পরিচিত। (কপি করা, কিন্তু কোথায় শুনেছি মনে নেই)

ভোরের বাতাস › বিস্তারিত পোস্টঃ

Ultimate priority ক্রিকেট?

২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

একটা দেশের কোন সেক্টর এ উন্নতি হবে সেটা নির্ভর করে ওই দেশের জনগণ কোনটাকে প্রাধান্য দিচ্ছে তার উপর। বিগত কয়েকটা দিনের পর্যালোচনায় আমার যা মনে হলো সেটা হচ্ছে 'আমাদের বাংলাদেশের জনগনের aultimate priority হচ্ছে ক্রিকেট !'
আমি এইটা বোঝাতে চাইনা যে তারা অন্য ইস্যুগুলো নিয়ে কিছু করছে না। কিন্তু সমস্যা হলো ক্রিকেট নিয়ে বাংলাদেশের জনগণ যেভাবে সব ভেদাভেদ ভুলে এক হয় অন্য় আর কিছুতে সেটা হচ্ছে না। আমদের এইটা পরিবর্তন করতে হবে। না হলে শুধু ক্রিকেট এই উন্নতি হবে, আর কোনো কিছুর পরিবর্তন হবে না। ক্রিকেট এর কালকের হার টা যেভাবে সবাই feel করলো, আমি একদম নিশ্চিত তনুর ব্যাপারে সেই একই feelings আমাদের বেশিরভাগ মানুষেরই হয়নি বা হচ্ছে না। একই কথা দুর্নীতি নিয়ে ও প্রযোজ্য। যতদিন না আমরা ক্রিকেট এর মত, অন্য সব কিছুতে ও 'আমিত্ব' থেকে বের হয়ে 'আমরা' sense এ আসতে পারব, ততদিন আমাদের এই সব সহ্য করে যেতে হবে।
তবে আশার কথা হলো, ক্রিকেট এর মাধ্যমে atleast এইটা প্রমান হয় যে আমরা চাইলেই এক হতে পারি, আমদের কে এখন শুধু আমদের priority লিস্টটাকে নতুন করে সাজাতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

বিজন রয় বলেছেন: ঠিক তাই।

২| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮

মোঃ আবু হেনা সাজ্জাদ বলেছেন: ওরা আমাদের একটা ম্যাচের জয় এনে দেয় নাই তো কি হয়েছে, মাশরাফিরা বুঝিয়েছে ওদের মিনর বলার দিন শেষ। ওদের মাঠের খেলা দিয়া হারানো কঠিন।
DJ দের অবৈধ শব্দধ্বনি যখন পরাজয়ের নিয়ামক

৩| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৫

বিপরীত বাক বলেছেন: বাঙালির একতাবোধ শুধু অবৈধ কাজ, অনৈতিক প্রাপ্তি আর আজাইরা আলাপে।
এদের ইতিহাসে শুধু একটা ভাল কাজেই এরা ঐক্যবদ্ধ হয়েছিলো। আর তা হলো ১৯৭১ র স্বাধীনতা যুদ্ধে। আর কোন ভাল বিষয়ে একতাবদ্ধ হওয়ার ইতিহাস এদের নেই।
ও হ্যা, আরেকটা আছে। তা হলো ৯০ স্বৈরাচার হটানো আন্দোলনে।

৪| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ ক্রিকেটে একদিন দুনিয়া সেরা হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.